হোয়াটসঅ্যাপ কখনো নিরাপদ হবে না! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হোয়াটসঅ্যাপ কখনো নিরাপদ হবে না!

ফেসবুক নিয়ন্ত্রিত মেসেজিং প্লাটফরম হোয়াটসঅ্যাপ কখনো নিরাপদ হবে না। ক্রমান্বয়ে জনপ্রিয় এ মেসেজিং অ্যাপটির নিরাপত্তা দুর্বলতার তথ্য বেরিয়ে আসছে। এর ফলে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বিপুলসংখ্যক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ এমন মন্তব্য করেছেন। খবর এএফপি। 



রুশ বংশোদ্ভূত পাভেল দুরভ একজন প্রোগ্রামার। তিনি নিরাপদ যোগাযোগের সুবিধা দিতে এনক্রিপ্টেড প্রযুক্তিসংবলিত টেলিগ্রাম অ্যাপ উন্নয়ন করেন। তিনি গত বুধবার এক ব্লগ পোস্টে লেখেন, হোয়াটসঅ্যাপ কখনো নিরাপদ হবে না।

এনক্রিপশন প্রযুক্তির সহায়তায় নিরাপদ যোগাযোগের সেবা দিতে টেলিগ্রামের সুনাম রয়েছে। রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধে ব্যবহারকারীদের তথ্য সরবরাহে অস্বীকৃতি জানানোয় দেশটিতে টেলিগ্রামের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

ব্লগ পোস্টে পাভেল দুরভ লেখেন, হোয়াটসঅ্যাপের একটি অবিচলিত ইতিহাস রয়েছে। জিরো এনক্রিপশন থেকে শুরু করে এর উত্থান সবকিছুই নজরদারির কার্যক্রম চালানোর জন্য উপযুক্ত।



গত সপ্তাহে ফেসবুক নিয়ন্ত্রিত হোয়াটসঅ্যাপ সাইবার হামলার শিকার হয়েছে। এতে বিপুলসংখ্যক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য খোয়া গেছে কিনা, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়া হয়নি। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ১৫০ কোটি ব্যবহারকারীকে যত দ্রুত সম্ভব অ্যাপ হালনাগাদ করে নেয়ার পরামর্শ দিয়েছে। শুধু জানানো হয়, হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ভেঙে গ্রাহক তথ্য হাতিয়ে নিতে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ভয়েস কলিং ফিচার। এ হামলার সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা কোম্পানি এনএসও গ্রুপের সংশ্লিষ্টতার কথা বলা হয়।


কোন মন্তব্য নেই