অস্ট্রেলিয়ায় প্রথম আদিবাসী মন্ত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অস্ট্রেলিয়ায় প্রথম আদিবাসী মন্ত্রী

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মত কোনো আদিবাসী মন্ত্রী হয়েছেন। দেশটির আদিবাসীদের জন্য গঠিত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি।


বিবিসি জানায়, এ সপ্তাহে অস্ট্রেলিয়ার আদিবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব পান কেন ওয়াট।

ঐতিহাসিক এ পদক্ষেপের মধ্য দিয়ে এই প্রথম কোনো আদিবাসী অস্ট্রেলিয়ার মন্ত্রিসভায় জায়গা পেলেন।

গত ১৮ মে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে অনেকটা অপ্রত্যাশিতভাবেই আবারও ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী স্কট মরিসনের দল লিবারেল পার্টি ও ন্যাশনাল পার্টি জোট।



সোমবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন মরিসন।

যেখানে ৬৬ বছরের রক্ষণশীল এমপি ওয়াটের নাম দেখে উল্লাসে ফেটে পড়েন দেশটির আদিবাসীরা।

প্রথমবারের মত আদিবাসী জনগোষ্ঠী থেকে মন্ত্রী নির্বাচিত হওয়া ওয়াটের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ।

অ্যাবরিজিনাল বা আদিবাসীদের স্বীকৃতি এবং সমধিকার দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বড় ধরনের বিতর্ক আছে।



রাজনীতিতে ওয়াটের পথচলা:

২০১০ সালে প্রথম আদিবাসী হিসেবে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন ওয়াট। তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একটি আসন থেকে জয়লাভ করেন।

ওয়াট ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিমের ‘নুয়া’ জনগোষ্ঠীর সদস্য।

আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক পরে তিনি পার্লামেন্টে নিজের প্রথম ভাষণ দিয়েছিলেন।

এর আগে তিনি বয়স্ক সেবা এবং আদিবাসীদের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও মন্ত্রিসভার সদস্য ছিলেন না।



রাজনীতিতে আসার আগে ওয়াট প্রাইমারি স্কুলের শিক্ষক এবং জ্যেষ্ঠ গণস্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।

কোন মন্তব্য নেই