মুনাজাতের পর বল করে উইকেট পেলেন ইমরান তাহির - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মুনাজাতের পর বল করে উইকেট পেলেন ইমরান তাহির

প্রতিপক্ষের সামনে বল করার আগে দু’হাত তুলে দোয়া করেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমারন তাহির। ব্যাটিং প্রান্তে ছিলেন ইংল্যান্ডের জেসন রয়। এ সময় বলটি নিচে রেখে কয়েক সেকেন্ডের মধ্যে দোয়া পড়ে নেন তাহির। আর এর সুফলও পেয়ে যান তাহির ওভারের দ্বিতীয় বলেই।



প্রথম বলে তাহিরের কাছ থেকে ১ রান নেন ওপেনার জেসন রয়। এরপর স্ট্রাইকে আসেন অন্য ওপেনার জনি বেয়ারেস্ট। এ সময়কার সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান তিনি। তার উপর ভরসা করেই এবার ইংল্যান্ড বিশ্বকাপ জয়ের হিসাব কষছেন।

কিন্তু তাহিরের প্রথম বলেই পরাস্ত হন বেয়ারেস্টো। তার স্পিন বল বেয়ারেস্টোর ব্যাট ছুঁয়ে গিয়ে জমা পড়ে উইকেটের পেছনে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের গ্লাভসে। আর দ্বিতীয় বলেই উইকেট নিয়ে নেন তাহির।



দুই দলই বিশ্বকাপটা শুরু করতে যাচ্ছে আজন্ম আক্ষেপ বুকে নিয়ে। এখন পর্যন্ত একবারও টুর্নামেন্টের শিরোপা হাতে তুলতে পারেনি কেউই। ইংল্যান্ড তিনবার ফাইনাল খেললেও দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত ফাইনালেই উঠতে পারেনি।

কোন মন্তব্য নেই