বেড়েছে মুরগির দাম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বেড়েছে মুরগির দাম

চলছে পবিত্র মাহে রমজান। রমজানের শুরু থেকেই চড়া দামে বিক্রি হচ্ছিল বিভিন্ন শাকসবজি। এদিকে আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, অনেক সবজির দামই কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। অন্যদিকে গত সপ্তাহের চেয়ে বেড়েছে মুরগির দাম।



রাজধানীর মিরপুর-২ নাম্বার বাজার ঘুরে দেখা যায়, সেখানে প্রতি কেজি বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫৫ টাকা। যা গত সপ্তাহে ছিল ১৩৫ থেকে ১৪০ টাকা। আর লাল লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা যা গত সপ্তাহে ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

এদিকে দাম বাড়ার বিষয়ে মুরগি ব্যবসায়ী শফিকুল বলেন, মুরগির আমদানি কম থাকায় দাম বেড়েছে। তবে তিনি দাম কমবে বলে আশা প্রকাশ করেন।

মুরগির দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। গরুর মাংস বাজার ভেদে বিক্রি হচ্ছে ৫২৫-৫৫০ টাকা কেজি। আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮৫০ টাকা কেজি।

এদিকে বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে দাম কমেছে শসা, বেগুন, টমেটো, পটল, ঝিঙা, ধেড়স বরবটি, ধুন্দুল, শিমের। তবে আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচা পেঁপে। বাজার ভেদে পেঁপে বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা কেজিতে। শসা বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪০-৫০ টাকা। গত সপ্তাহে ৬০-৭০ টাকা কেজি বিক্রি হওয়া বেগুনের দাম কমে ৪০-৫০ টাকা হয়েছে।



পাকা টমেটো বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৩০-৪০ টাকা। পটলের দাম কমে ৩০-৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৪০-৫০ টাকা। বরবটি পাওয়া যাচ্ছে ৪০-৫০ টাকা কেজির মধ্যে, যা গত সপ্তাহে ছিল ৬০-৭০ টাকা। গত সপ্তাহে ৬০-৭০ টাকা কেজি বিক্রি হওয়া করলার দাম কমে ৪০-৫০ টাকায় নেমে এসেছে।

ধুন্দুল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৬০-৭০ টাকা। গত সপ্তাহে ৪০-৫০ টাকা কেজি বিক্রি হওয়া ঢেঁড়সের দাম কমে ৩০-৪০ টাকা বিক্রি হচ্ছে। কাকরোল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০-৮০ টাকা। ঝিঙ্গের কেজি ৪০-৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০-৭০ টাকা। শিমের কেজি ৩০-৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা কেজি। আর গাজর আগের সপ্তাহের মতোই ৪০-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।



সবজির দামের বিষয়ে শেওড়াপাড়ার ব্যবসায়ী সুজন বলেন, আজ সব ধরনের সবজির দাম কিছুটা কম। সবজির দাম হঠাৎ এত কমে যাবে ধারণাতেও ছিল না। আড়তে কম দামে কিনতে পারায় বিক্রিও করছি কম দামে।

আর গত সপ্তাহের মতোই পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি। আর সেই আগের মতই ৬০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। গত সপ্তাহে আদা ও রসুনের দাম বাড়লেও এ সপ্তাহে আর বাড়েনি।

এদিকে কয়েক মাস ধরে চড়া দামে বিক্রি হওয়া মাছের দাম এখনো বেশ চড়া রয়েছে। তেলাপিয়া মাছ আগের মতো বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকা কেজি। পাঙাশ বিক্রি হচ্ছে ১৫০-১৮০ টাকা কেজি। রুই ২৮০-৬০০, পাবদা ৬০০- ৭০০, টেংরা ৫০০-৮০০, শিং ৫০০-৬০০ এবং চিতল মাছ বিক্রি হচ্ছে ৬০০-৮০০ টাকা কেজি।


কোন মন্তব্য নেই