ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে যানজট নিরসনের লক্ষ্যে উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় তিনতলা বিশিষ্ট ফ্লাইওভারের কাজ চলমান রয়েছে। প্রায় দুই মাস আগে এ ফ্লাইওভারের এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের অংশ চালু হয়। বর্তমানে এখানে যানজট ততটা না থাকলেও ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিত্যদিনের সঙ্গী। ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহন ও যাত্রীদের চাপ বাড়ায় যানজটের ভয়াবহতা আরও বাড়ছে। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
যানজটে আটকা পড়ে যাত্রীদেরকে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। যেখানে যেতে সময় লাগার কথা ২০ মিনিট, সেখানে যেতে সময় লাগছে ১ থেকে ২ ঘণ্টা। এ দীর্ঘ যানজটের প্রধান কারণ হিসেবে জানা গেছে, ভুলতা ফ্লাইওভার ও রাস্তার নির্মাণ কাজ, যেখানে সেখানে যাত্রী ওঠানামা, নিয়ম না মেনে গাড়ি চালানো, হাটবাজারে লোড-আনলোড, অবৈধ ফুটপাট, হাইওয়ে পুলিশের বেপরোয়া চাঁদাবাজি। নিত্যদিনের এ যানজটের কারণে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে।
পরিবহন চালক, যাত্রী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তা এলাকা দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক ক্রস করেছে। বর্তমানে এ অংশের ফ্লাইওভার চালু থাকায় যানজট ততটা নেই। তবে, বাইপাস সড়কটি অনেক কম প্রশস্ত হওয়ায় এখানে কোনো যানবাহন বিকল হলে কিংবা যানবাহনগুলো ঢাকা-সিলেট মহাসড়কে প্রবেশ করলেই যানজট সৃষ্টি হচ্ছে। সরেজমিন দেখা যায়, ভুলতা ফ্লাইওভারের কাজ প্রায় শেষ পর্যায়ে। স্থানীয়রা আশা করছেন, শিগগিরই ঢাকা-সিলেট মহাসড়কের অংশও চালু হয়ে যাবে। এর পর যানজট থাকবে না।
এদিকে মালপত্র আনা-নেওয়ার জন্য দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের বাজার গাউসিয়া মার্কেটে প্রতিদিন কয়েকশ' গাড়ি রাখা হয়। এতে করে রাস্তার অর্ধেকটাই দখল হয়ে যায়। মার্কেটের সামনের ফুটপাতে কয়েক হাজার দোকান রয়েছে। ফলে সাধারণ মানুষকে রাস্তা দিয়ে চলাচল করতে কষ্ট হয়।
নাম না প্রকাশ শর্তে বেশ কয়েকজন চালক অভিযোগ করে জানান, তাদের গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স সঠিক থাকার পরও পুলিশকে টাকা না দিলে গাড়ি ছাড়া হয় না।
ভুলতা স্কুল অ্যান্ড কলেজ ও গোলাকান্দাইল মজিবুর রহমান ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বাইপাস সড়কের ফ্লাইওভারটি চালু হলেও এখনও যানজটে পড়তে হয় তাদের।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ঈদকে সামনে রেখে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের পাশাপাশি রূপগঞ্জ থানা পুলিশও যানজট নিরসনে কাজ চালিয়ে যাচ্ছে।
যানজটে আটকা পড়ে যাত্রীদেরকে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। যেখানে যেতে সময় লাগার কথা ২০ মিনিট, সেখানে যেতে সময় লাগছে ১ থেকে ২ ঘণ্টা। এ দীর্ঘ যানজটের প্রধান কারণ হিসেবে জানা গেছে, ভুলতা ফ্লাইওভার ও রাস্তার নির্মাণ কাজ, যেখানে সেখানে যাত্রী ওঠানামা, নিয়ম না মেনে গাড়ি চালানো, হাটবাজারে লোড-আনলোড, অবৈধ ফুটপাট, হাইওয়ে পুলিশের বেপরোয়া চাঁদাবাজি। নিত্যদিনের এ যানজটের কারণে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে।
পরিবহন চালক, যাত্রী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তা এলাকা দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক ক্রস করেছে। বর্তমানে এ অংশের ফ্লাইওভার চালু থাকায় যানজট ততটা নেই। তবে, বাইপাস সড়কটি অনেক কম প্রশস্ত হওয়ায় এখানে কোনো যানবাহন বিকল হলে কিংবা যানবাহনগুলো ঢাকা-সিলেট মহাসড়কে প্রবেশ করলেই যানজট সৃষ্টি হচ্ছে। সরেজমিন দেখা যায়, ভুলতা ফ্লাইওভারের কাজ প্রায় শেষ পর্যায়ে। স্থানীয়রা আশা করছেন, শিগগিরই ঢাকা-সিলেট মহাসড়কের অংশও চালু হয়ে যাবে। এর পর যানজট থাকবে না।
এদিকে মালপত্র আনা-নেওয়ার জন্য দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের বাজার গাউসিয়া মার্কেটে প্রতিদিন কয়েকশ' গাড়ি রাখা হয়। এতে করে রাস্তার অর্ধেকটাই দখল হয়ে যায়। মার্কেটের সামনের ফুটপাতে কয়েক হাজার দোকান রয়েছে। ফলে সাধারণ মানুষকে রাস্তা দিয়ে চলাচল করতে কষ্ট হয়।
নাম না প্রকাশ শর্তে বেশ কয়েকজন চালক অভিযোগ করে জানান, তাদের গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স সঠিক থাকার পরও পুলিশকে টাকা না দিলে গাড়ি ছাড়া হয় না।
ভুলতা স্কুল অ্যান্ড কলেজ ও গোলাকান্দাইল মজিবুর রহমান ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বাইপাস সড়কের ফ্লাইওভারটি চালু হলেও এখনও যানজটে পড়তে হয় তাদের।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ঈদকে সামনে রেখে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের পাশাপাশি রূপগঞ্জ থানা পুলিশও যানজট নিরসনে কাজ চালিয়ে যাচ্ছে।

কোন মন্তব্য নেই