মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে চেয়েছিলাম” প্রেস কনফারেন্সে বললেন মমতা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে চেয়েছিলাম” প্রেস কনফারেন্সে বললেন মমতা

মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিতে চেয়েছিলাম। আজ কালীঘাটের বাড়ি থেকে এমন কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফলপ্রকাশের পর প্রায় দু-দিন সাংবাদিকদের সামনে মুখ খোলেননি তিনি। এবার মুখ খুলেই ক্ষোভ উগড়ে দিলেন ইলেকশান কমিশন আর বিজেপির বিরুদ্ধে।


সঙ্গে একথাও বললেন যে “মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিতেই চেয়েছিলাম। চেয়ারের কোন লোভ নেই আমার। একটা শর্তেই মুখ্যমন্ত্রী থাকতে চাই যদি আপনারা সবাই একজোটে কাজ করেন।”

প্রসঙ্গত, প্রেস কনফারেন্সে রাজ্যে গেরুয়া মেরুকরণ নিয়ে প্রশ্ন উঠলেই তিনি একহাত নিয়েছেন ইলেকশান কমিশনকে। তাঁর অভিযোগ তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনে অনেক অভিযোগ জানানো হয়েছে, কোনও লাভ হয়নি। সবকিছুই বিজেপির নিয়ন্ত্রণে ছিল বলে অভিযোগ মমতার।



একই সাথে দলের কর্মী এবং নেতা-নেত্রীদের চরিত্র বদল নিয়েই কটাক্ষ ইঙ্গিত তোলেন মমতা। বলেন দলের মধ্যেই বিশ্বাসঘাতক রয়েছে। তৃণমূলের কেউ কেউ বিজেপির কাছ থেকে টাকা চেয়েছে বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপির সঙ্গে তৃণমূল নেতাদের সেটিং হয়েছে, এমন অভিযোগও তুলেছেন তিনি।


কোন মন্তব্য নেই