সহকর্মীকে ধর্ষণ প্রধান শিক্ষকের যাবজ্জীবন
কুষ্টিয়ায় সহকর্মী স্কুল শিক্ষককে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক শরিফুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। আজ মঙ্গলবার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করেন।
২০১৬ সালের ১৩ই মে নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে কুষ্টিয়ায় আসেন মেহেরপুরের আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ও ধর্ষণের শিকার হওয়া ওই শিক্ষিকা। এ সময়, শহরের একটি হোটেলে মামা-ভাগ্নি পরিচয় দিয়ে পাশাপাশি দু'টি কক্ষ ভাড়া নেন তারা।
পরের দিন ওই শিক্ষিকার রুমে ঢুকে তাকে ধর্ষণ করে শরিফুল। পরে, অসুস্থ অবস্থায় ওই ভূক্তভোগীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
২০১৬ সালের ১৩ই মে নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে কুষ্টিয়ায় আসেন মেহেরপুরের আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ও ধর্ষণের শিকার হওয়া ওই শিক্ষিকা। এ সময়, শহরের একটি হোটেলে মামা-ভাগ্নি পরিচয় দিয়ে পাশাপাশি দু'টি কক্ষ ভাড়া নেন তারা।
পরের দিন ওই শিক্ষিকার রুমে ঢুকে তাকে ধর্ষণ করে শরিফুল। পরে, অসুস্থ অবস্থায় ওই ভূক্তভোগীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কোন মন্তব্য নেই