ইরানের সঙ্গে চুক্তি সম্ভব ট্রাম্প - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইরানের সঙ্গে চুক্তি সম্ভব ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে তার দেশের পারমাণবিক চুক্তি সম্ভব। অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণেই ইরান তার কর্মসূচি সীমিত করতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার জাপান সফররাত ট্রাম্প এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা বলেছেন।



মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি সত্যিকারার্থে বিশ্বাস করি ইরান চুক্তি করতে পছন্দ করবে এবং আমি মনে করি এটা তাদের জন্য অত্যন্ত বুদ্ধিমানের হবে এবং আমি মনে করি এটা হওয়ার সম্ভাবনা আছে।’

টোকিওতে প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘একই নেতৃত্বে তাদের মহান একটি দেশ হওয়ার তাদের সুযোগ আছে। আমরা শাসক পরিবর্তন করতে চাই না-আমি এটা স্রেফ সুস্পষ্ট করতে চাই। আমরা কোনো পরমাণু অস্ত্র চাই না।’



সম্প্রতি জাপানি টেলিভিশন এনএইচকে জানিয়েছে, প্রধানমন্ত্রী আবে মধ্য জুনে ইরান সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তির বিষয়টি মধ্যস্থতা করতে পারেন।

জাপানি প্রধানমন্ত্রীর এই  উদ্যোগকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন,‘আমি জানি জাপান ও জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের ভালো সম্পর্ক রয়েছে। দেখা যাক কী ঘটে।’

কোন মন্তব্য নেই