চাঁদ রাত পর্যন্ত খোলা বিসিএস কম্পিউটার সিটি ঈদের দিনসহ তিন দিন বন্ধ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চাঁদ রাত পর্যন্ত খোলা বিসিএস কম্পিউটার সিটি ঈদের দিনসহ তিন দিন বন্ধ

গ্রাহকের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে চাঁদ রাত পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রযুক্তিপণ্যের সবচেয়ে বড় বিপণন কেন্দ্র বিসিএস কম্পিউটার সিটি কর্তৃপক্ষ।



বিসিএস কম্পিউটার সিটির প্রশাসনিক কর্মকর্তার সাক্ষরিত এক বিজ্ঞপ্তি মার্কেটে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১৫ মে ২০১৯ তারিখে ইস্যুকৃত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদের দিনসহ মোট তিন দিন বন্ধ থাকবে মার্কেট।

৫ জুন ২০১৯ ঈদ হলে বিসিএস কম্পিউটার সিটি, আইডিবি ভবন মার্কেট ৫ জুন ২০১৯ থেকে ৭ জুন ২০১৯ পর্যন্ত বন্ধ থাকবে। ৮ জুন ২০১৯, শনিবার সকাল ৯.০০ টায় যথারীতি মার্কেট খোলা হবে।



তবে ৬ জুন ২০১৯ ঈদ হলে বিসিএস কম্পিউটার সিটি, আইডিবি ভবন মার্কেট ৬ জুন ২০১৯ থেকে ৮ জুন ২০১৯ পর্যন্ত বন্ধ থাকবে। ৯ জুন, রবিবার মার্কেটের সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় ১০ জুন ২০১৯, সোমবার সকাল ৯.০০ টায় যথারীতি মার্কেট খোলা হবে।



সেই হিসেবে ঈদের আগের রাত ১০.০০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট।

উল্লেখ্য এর আগে ঈদ উপলক্ষ্যে পাঁচ দিন বন্ধ থাকত বিসিএস কম্পিউটার সিটি। ক্রেতা সাধারণের চাহিদার দিকটি বিবেচনা করে বন্ধের সময় কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


কোন মন্তব্য নেই