‘আমেরিকার ভীতি প্রদর্শনের সামনে ইউরোপ শুধু দুঃখ প্রকাশ করে’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, ইরানকে একতরফাভাবে পরমাণু সমঝোতা মেনে চলার পরামর্শ না দিয়ে ইউরোপের নিজের উচিত এ সমঝোতা মেনে চলা।
জারিফ বলেন, পরমাণু সমঝোতা সম্পর্কে ইইউ’র বিবৃতি দেখে মনে হয়, ইরান কেন এর কিছু ধারা স্থগিত রাখল সেজন্য তারা বিস্মিত হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমেরিকা এক বছর ধরে ইউরোপসহ গোটা বিশ্বকে ভয় দেখিয়ে পরমাণু সমঝোতা লঙ্ঘন করে পায়ের তলায় পিষে ফেললেও ইইউ ‘দুঃখ প্রকাশ’ ছাড়া আর কিছুই করতে পারেনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার বার্তায় আরো বলেন, তার দেশকে একতরফাভাবে একটি বহুপক্ষীয় চুক্তি মেনে চলার আহ্বান না জানিয়ে ইইউ’র নিজের উচিত ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা’সহ পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি মেনে চলা।
প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
গত ৮ মে ইরান পরমাণু সমঝোতার কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার কথা ঘোষণা করে। এর আওতায় সমৃদ্ধ ইউরেনিয়াম এবং ভারী পানি মজুদ সংক্রান্ত প্রতিশ্রুতি ইরান আর মানবে না। আমেরিকা এ সমঝোতা একতরফাভাবে পরিত্যাগ করার এক বছর পর সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন করা থেকে বিরত থাকবে বলে ঘোষণা করল ইরান। আমেরিকার পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহার লঙ্ঘনের প্রথম বার্ষিকীতে বুধবার প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেন, ইরান আগামী দুই মাস সমৃদ্ধ ইউরেনিয়াম ও ভারী পানি বিক্রি বন্ধ রাখবে।
তেহরান বলেছে, এই দুই মাসের মধ্যে ইউরোপ ইরানকে দেয়া প্রতিশ্রুতি পালন না করলে ইরান পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবে। কিন্তু ইইউ ইরানের এই আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছে।
ইইউ গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে দাবি করেছে, পরমাণু সমঝোতার প্রতি এই ইউনিয়নের সদস্য দেশগুলোর সমর্থন অব্যাহত থাকলেও এ ব্যাপারে ইরানের পক্ষ থেকে দেয়া আল্টিমেটাম তারা মানবে না। বিবৃতিতে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে শুধুমাত্র দুঃখ প্রকাশ করা হয়।-পার্সটুডে
জারিফ বলেন, পরমাণু সমঝোতা সম্পর্কে ইইউ’র বিবৃতি দেখে মনে হয়, ইরান কেন এর কিছু ধারা স্থগিত রাখল সেজন্য তারা বিস্মিত হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমেরিকা এক বছর ধরে ইউরোপসহ গোটা বিশ্বকে ভয় দেখিয়ে পরমাণু সমঝোতা লঙ্ঘন করে পায়ের তলায় পিষে ফেললেও ইইউ ‘দুঃখ প্রকাশ’ ছাড়া আর কিছুই করতে পারেনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার বার্তায় আরো বলেন, তার দেশকে একতরফাভাবে একটি বহুপক্ষীয় চুক্তি মেনে চলার আহ্বান না জানিয়ে ইইউ’র নিজের উচিত ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা’সহ পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি মেনে চলা।
প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
গত ৮ মে ইরান পরমাণু সমঝোতার কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার কথা ঘোষণা করে। এর আওতায় সমৃদ্ধ ইউরেনিয়াম এবং ভারী পানি মজুদ সংক্রান্ত প্রতিশ্রুতি ইরান আর মানবে না। আমেরিকা এ সমঝোতা একতরফাভাবে পরিত্যাগ করার এক বছর পর সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন করা থেকে বিরত থাকবে বলে ঘোষণা করল ইরান। আমেরিকার পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহার লঙ্ঘনের প্রথম বার্ষিকীতে বুধবার প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেন, ইরান আগামী দুই মাস সমৃদ্ধ ইউরেনিয়াম ও ভারী পানি বিক্রি বন্ধ রাখবে।
তেহরান বলেছে, এই দুই মাসের মধ্যে ইউরোপ ইরানকে দেয়া প্রতিশ্রুতি পালন না করলে ইরান পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবে। কিন্তু ইইউ ইরানের এই আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছে।
ইইউ গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে দাবি করেছে, পরমাণু সমঝোতার প্রতি এই ইউনিয়নের সদস্য দেশগুলোর সমর্থন অব্যাহত থাকলেও এ ব্যাপারে ইরানের পক্ষ থেকে দেয়া আল্টিমেটাম তারা মানবে না। বিবৃতিতে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে শুধুমাত্র দুঃখ প্রকাশ করা হয়।-পার্সটুডে
কোন মন্তব্য নেই