ঢাকায় আসার বিষয় নিশ্চিত করলেন রোনালদো - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঢাকায় আসার বিষয় নিশ্চিত করলেন রোনালদো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের আসার বিষয়টি নিশ্চিত করেছেন পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আগামী বছরের ১৭ মার্চ তিনি ঢাকায় আসছেন।এই কথা নিজের সহকারীর মাধ্যমে জানিয়েছেন রোনালদো। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে, রোনালদো ঢাকা আসতে পারেন। তবে মঙ্গলবার( ২১ মে ) এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।



ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ইতালির বিপক্ষে পর্তুগালের প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে।

অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিনের বিশেষ আয়োজনে মেসিসহ পুরো আর্জেন্টিনা দলকেও বাংলাদেশে আনার চেষ্টা করছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। যার অংশ হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।


কোন মন্তব্য নেই