শ্রমিককল্যাণ তহবিলে ২৭ কোটি ৭৯ লাখ টাকা জমা গ্রামীণফোনের
বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের নির্দিষ্ট অংশ ২৭ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার টাকা জমা দিয়েছে মোবাইল কোম্পানি গ্রামীণফোন।
বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভীর হুসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে ২০১৮ সালের কোম্পানির লাভের নির্দিষ্ট অংশ ২৭ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৯৯১ টাকার চেক হস্তান্তর করেন।
গ্রামীণফোন তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিত জমা দিয়ে আসছে। এ তহবিলে সর্বোচ্চ জমাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কোম্পানিটি এ পর্যন্ত ১২১ কোটি ৮২ লাখ ৪ হাজার ১৯ টাকা জমা দিয়েছে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দেশি-বিদেশি কোম্পানি বছর শেষে তাদের লাভের ৫ শতাংশের এক দশমাংশ এ তহবিলে জমা দেয়। এখন পর্যন্ত গ্রামীণফোনসহ ১২৬টি কোম্পানি তাদের লভ্যাংশের অর্থ জমা দিচ্ছে। এ অর্থ প্রতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়।
চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনা, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, গ্রামীণফোনের উপপরিচালক এবং হেড অব ইন্ডাষ্ট্রিয়াল রিলেশনস কে এম সাবির আহমেদ, উপ-ব্যবস্থাপক মো. আসিফ ইকবাল এবং পরিচালক ইয়াসির মাহমুদ খান উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভীর হুসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে ২০১৮ সালের কোম্পানির লাভের নির্দিষ্ট অংশ ২৭ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৯৯১ টাকার চেক হস্তান্তর করেন।
গ্রামীণফোন তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিত জমা দিয়ে আসছে। এ তহবিলে সর্বোচ্চ জমাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কোম্পানিটি এ পর্যন্ত ১২১ কোটি ৮২ লাখ ৪ হাজার ১৯ টাকা জমা দিয়েছে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দেশি-বিদেশি কোম্পানি বছর শেষে তাদের লাভের ৫ শতাংশের এক দশমাংশ এ তহবিলে জমা দেয়। এখন পর্যন্ত গ্রামীণফোনসহ ১২৬টি কোম্পানি তাদের লভ্যাংশের অর্থ জমা দিচ্ছে। এ অর্থ প্রতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়।
চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনা, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, গ্রামীণফোনের উপপরিচালক এবং হেড অব ইন্ডাষ্ট্রিয়াল রিলেশনস কে এম সাবির আহমেদ, উপ-ব্যবস্থাপক মো. আসিফ ইকবাল এবং পরিচালক ইয়াসির মাহমুদ খান উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই