পেরুতে ৮ মাত্রার ভূমিকম্প - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পেরুতে ৮ মাত্রার ভূমিকম্প

রোববার পেরুতে ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে স্থানীয় জনপদগুলোতে আতঙ্ক ছড়িয়ে পরে। তবে ভূমিক¤েপর ফলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এটির কেন্দ্রস্থল ছিল শহর থেকে দূরে আমাজন জঙ্গলের মধ্যে। এ খবর দিয়েছে আল-জাজিরা।



খবরে বলা হয়, ভূমিকম্পটির গভীরতা ছিল মাটির ১১০ কিলোমিটার নিচে। এটি দেশের সব জায়গা থেকেই অনুভূত হয়েছে। গবেষকরা বলছেন, এ মাত্রার ভূমিক¤েপ হতাহত না হওয়াটাই অস্বাভাবিক। তবে গভীরতা বেশি থাকায় ও আসেপাশে জনপদ না থাকায় তা হয়নি। গভীরতা বেশি থাকলে তা অনেক স্থান জুড়ে অনুভূত হয় তবে ক্ষতি হয় কম। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ভূমিক¤েপর পর দেশটির বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। 
উল্লেখ্য, পেরু কথিত রিং অব ফায়ারের অন্তুর্ভুক্ত একটি দেশ। পৃথিবীর বেশিরভাগ ভূমিকম্প এই রিং অব ফায়ারের মধ্যেই হয়ে থাকে। পেরু ও এর পার্শ্ববর্তী দেশগুলোতে ছোটখাত ভূমিকম্প সাধারণ ঘটনা। 


কোন মন্তব্য নেই