চট্টগ্রামে ৫৪ রোহিঙ্গা আটক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চট্টগ্রামে ৫৪ রোহিঙ্গা আটক

 চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৫৪ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ১৪ জন নারী এবং ৩২ শিশু রয়েছে।

বৃহস্পতিবার রাতে কাজীর দেউড়ি এলাকা ও এর আশে পাশে এই অভিযান চালানো হয়।



কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন জানান, বেশ কয়েকদিন ধরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বেশ কিছু রোহিঙ্গা নারী,পুরুষ ও শিশু কাজীর দেউড়ি এলাকায় ভাসমান অবস্থায় অবস্থান করছিল। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এই এলাকা থেকে ৫৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠনোর উদ্যোগ নেওয়া হয়েছে।



কোন মন্তব্য নেই