রমজানের সুবিধাবঞ্চিত ও পথশিশুদের পাশে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রমজানের সুবিধাবঞ্চিত ও পথশিশুদের পাশে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট


রমজানের মাঝামাঝি সময়ে বাংলাদেশের সবচাইতে দরিদ্রতম এলাকা কুড়িগ্রামে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট “Ramadan & Eid Food & Cloth“ Project এর জন্য  সকলের  সাহায্য ও সহযোগিতার প্রার্থী।


বর্তমানে  রামাদান ফুড প্যাক প্রজেক্ট “এর দ্বিতীয় ধাপে কুড়িগ্রামের গরীব ও অসহায় ১৫০ টি পরিবারের মাঝে রমজানের প্রয়োজনীয় ফুড আইটেম এবং ঈদের কাপড় বিতরণ করবে আগামী  ২৫/ ০৫/২০১৯ শনিবার সকাল ১১:০০ টা বাংলাদেশ সময় এবং ১৫:০০ টা সিডনী সময় আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করা হবে ইনশাল্লাহ । সমস্ত কার্যক্রম সরাসরি সাইলেন্ট হ্যান্ডস সাপোর্টের পেইজে আপডেট করা হবে


দেশের দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষগুলো যেন সেহরি এবং ইফতার করতে পারে তার জন্য  সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট এর  Ramadan Food Pack Project পথচলা ।




এরই মধ্যে, প্রথম ধাপে কক্সবাজারের রামুতে গরীব ও অসহায় ১৫০ টি পরিবারের মাঝে চাল-১৫ কেজি ,ডাল-২ কেজি,তেল-২ কেজি ,লবণ-২কেজি,ছোলা -২কেজি,মুড়ি -২ কেজি, পেঁয়াজ-৩ কেজি,চিনি-২কেজি এবং খেজুর - ১ কেজি বিতরণ করে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্টে গত ০৬/০৫/২০১৯ সোমবার I

দ্বিতীয় ধাপে কুড়িগ্রামের গরীব ও অসহায় ১৫০ টি পরিবারের মাঝে রমজানের প্রয়োজনীয় ফুড আইটেম এবং ঈদের কাপড় বিতরণ করা হবে , ইনশাআল্লাহ। প্রতি পরিবারের জন্য বাজেট  ১৭০০ টাকা ($28 AUD).



এই বিষয়ে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট টাইমস এক্সপ্রেস কে বলেন : রমজানের অন্যতম আমল হচ্ছে দান সাদকাহ I অসহায় দরিদ্র মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া।রোজা ফরজ করা হয়েছে মুসলিমদের সংযম থাকার মাধ্যমে কল্যানের জন্য।এই কল্যান অর্জিত তখনই সম্পন্ন হবে যখন অসহায় মানুষের প্রতি আমরা হাত বাড়িয়ে দিবো।

পবিত্র রমজানে দান সাদকাহ এর অনেক ফযীলত রয়েছে।এ সময় যে বেশি পরিমান ইবাদত বা দান সাদকাহ করবেন তার সত্তরগুন বেশী সওয়াব লিখা হবে।

আসুন আমরা সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর মাধ্যমে তাদের অনাহার লাগব করি এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করি।

আপনাদের সাহায্য ও সহযোগিতা কামনা করছি I 


আপনি ও চাইলে খুব সহজেই সুবিধাবঞ্চিত ও পথশিশুদের পাশে দাঁড়াতে পারেন "সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট" এর মার্ধমে।  "সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট" কে আপনার সাহায্য পাঠানোর বিস্তারিত বিবরন : 

Bank Details For Donation or Support: 

—————————————————— 

Silent Hands Support

National Australia Bank

BSB: 082124

Acc No: 766 634 920

Description: REFC

SWIFT CODE: NATAAU3302S( If needed)

Bkash Number for Bangladesh:

------------------------------------------

Nahid Ahmed (Vice President :Silent Hands Support Society. BD)

Personal: 01613397176

কোন মন্তব্য নেই