ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার



হুয়াওয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে মার্কিন কোম্পানি হুয়াওয়ের সঙ্গে ব্যবসা চালিয়ে যেতে পারবে। 

গতকাল শনিবার জাপানের ওসাকায় অনুষ্ঠিত জি২০ শীর্ষক সম্মেলনে এমন ঘোষণা দেন ট্রাম্প। এ ঘোষণার পর ধারণা করা হচ্ছে, অচিরেই গুগলসহ মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো হুয়াওয়ের সঙ্গে আগের মতো ব্যবসায়িক সম্পর্ক অব্যাহত রাখার ঘোষণা দেবে। আর সেটি হলে গুগলের গুরুত্বপূর্ণ অ্যাপস অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমস, জিমেইল, ইউটিউবসহ ফেসবুক, হোয়াটসঅ্যাপ প্রভৃতি সেবা হুয়াওয়ে স্মার্টফোনে ব্যবহারে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কেটে যাবে বলে মনে করছেন সংশ্নিষ্টরা। এ বিষয়ে হুয়াওয়ে বাংলাদেশের ব্যবস্থাপক  (ডিভাইস বিজনেস) সমকালকে বলেন, এটি হুয়াওয়ে ব্যবহারকারীদের জন্য দারুণ সংবাদ। আমরা আশা করছি, দ্রুতই গুগলসহ অন্যান্য মার্কিন কোম্পানি হুয়াওয়ের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেবে।



হুয়াওয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘটনায় দেশের আতঙ্কিত গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে হুয়াওয়ে স্মার্টফোনের পরিবেশক ইএসইএন টেকনোলজি এবং স্মার্ট টেকনোলজিস 'বিশেষ ওয়ারেন্টি' সেবা চালুর ঘোষণা দেয়। স্মার্ট টেকনোলজিসের পরিচালক (টেলিকম বিজনেস) সাকিব আরাফাত ট্রাম্পের ঘোষণার কথা উল্লেখ করে বলেন, আশা করছি হুয়াওয়ে ডিভাইস নিয়ে গ্রাহকের আর কোনো দ্বিধা থাকবে না। আগের মতো নিশ্চিন্তে হুয়াওয়ে ডিভাইস কিনবেন গ্রাহকরা। এরপরও স্মার্টফোনসহ হুয়াওয়ের যে কোনো ডিভাইসে অ্যাপ ব্যবহার সংক্রান্ত সমস্যা দেখা দিলে শর্তসাপেক্ষে শতভাগ তথা স্মার্টফোনের পুরো দাম ফেরত দেওয়া হবে বলে জানান তিনি। 



এদিকে চীন ও মার্কিন প্রেসিডেন্টের বৈঠক সম্পর্কে বিবিসি, ব্লুমবার্গ ও সিএনএনের খবরে বলা হয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাইডলাইনে বৈঠকে মিলিত হন। বৈঠকে হুয়াওয়ের সম্পর্কে কার্যকরী আলোচনা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, তার সঙ্গে চীনের প্রেসিডেন্টের 'চমৎকার' সম্পর্ক রয়েছে। এখন থেকে যুক্তরাষ্ট্রের সব কোম্পানি হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে পারবে। তবে হুয়াওয়ে থেকে মার্কিন কোম্পানি পণ্য ও সেবা কিনতে পারবে কি-না, সেটি এখনও পরিস্কার করেননি ট্রাম্প। এ ঘটনার পর বিগত কয়েক মাসের প্রযুক্তি অঙ্গনে আলোচিত মার্কিন-চীনের শীতল যুদ্ধ আপাত শেষ হলো বলে মনে করছেন সংশ্নিষ্টরা।



মূলত প্রযুক্তি পণ্যের মাধ্যমে মার্কিন নাগরিক ও দেশটির ওপর নজরদারি এবং গুপ্তচরবৃত্তি করছে এমন অভিযোগ চীনা কোম্পানি হুয়াওয়ের ওপর গত মে মাসের মাঝামাঝি নিষেধাজ্ঞা জারি করে মার্কিন প্রশাসন। এ নিষেধাজ্ঞার আওতায় ট্রাম্প প্রশাসন হুয়াওয়েকে এমন কোম্পানির তালিকাভুক্ত করে, যাতে মার্কিন প্রশাসনের কোনো লাইসেন্স ছাড়া প্রযুক্তিগত সহায়তা পাবে না। পাশাপাশি মার্কিন লাইসেন্স ছাড়া দেশটিতে ব্যবসাও চালাতে পারবে না। এতে করে হুয়াওয়ে পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার আওতায় পড়ে এবং কোম্পানিটির সঙ্গে যেসব মার্কিন প্রতিষ্ঠানের ব্যবসা রয়েছে তারা হুয়াওয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়। এরই অংশ হিসেবে গুগল ঘোষণা করে, তারা হুয়াওয়ের সঙ্গে আগামীতে আর কোনো ব্যবসায় সম্পৃক্ত থাকবে না। এ ঘোষণার পর বিশেষ করে বিশ্বজুড়ে হুয়াওয়ে স্মার্টফোন ব্যবহারকারীরা আতঙ্কিত হয়ে পড়েন। বিশেষ করে হুয়াওয়ে ফোনে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের জনপ্রিয় অপারেটিং সিস্টেমস অ্যান্ড্রয়েড ছাড়া জিমেইল, ইউটিউব, ম্যাপস ব্যবহূত হয়। আর এ ঘোষণার পরই হুয়াওয়ে হ্যান্ডসেটের বিক্রি কমে যেতে থাকে। তবে হুয়াওয়ে এবং হুয়াওয়ে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন এ ঘোষণা স্বস্তি হিসেবে ফিরে এসেছে।

কোন মন্তব্য নেই