জাহাজ থেকে ছিটকে পড়লো ৪৩ কন্টেইনার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জাহাজ থেকে ছিটকে পড়লো ৪৩ কন্টেইনার



বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে একটি জাহাজ থেকে পণ্যবাহী ৪৩টি কন্টেইনার ছিটকে সাগরে পড়ে গেছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে সুমদ্রের ভাসানচর লাল বয়ার কাছে দেশি কন্টেইনারবাহী জাহাজ ‘কেএসএল গ্ল্যাডিয়েটর’ থেকে কন্টেইনারগুলো পড়ে যায়।



বিআইডব্লিউটিএ চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ সেলিম বলেন, জাহাজটি চট্টগ্রাম থেকে ৮৩টি কন্টেইনার নিয়ে ঢাকার পানগাঁওয়ে যাচ্ছিল। বৈরী আবহাওয়ায় হাতিয়া চ্যানেলের অদূরে ভাসানচর লাল বয়ার কাছে জাহাজটি ব্যাপক দুলছিল। এ সময় কন্টেইনারগুলো ছিঁড়ে সমুদ্রে পড়ে যায়। কন্টেইনারগুলো ভেসে ভাসানচর উপকূলের দিকে যাচ্ছে। ওই চ্যানেল দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো বিঘ্ন হচ্ছে না।

বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা বলেন, জাহাজ কর্তৃপক্ষকে কন্টেইনারগুলোর মুভমেন্ট পর্যবেক্ষণে রাখার জন্য বলা হয়েছে। আমরাও খোঁজ রাখছি। তবে ওই কন্টেইনারগুলোতে কি পণ্য ছিল তা জানা যায়নি।


কোন মন্তব্য নেই