বিমান শক্তি বাড়াচ্ছে পাকিস্তান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিমান শক্তি বাড়াচ্ছে পাকিস্তান



সাপ্তাহিক আইএইচএস জেন্স ম্যাগাজিনকে সম্প্রতি দেয়া এক সাক্ষাতকারে পাকিস্তান বিমান বাহিনীর চিফ অব এয়ার স্টাফ (সিএএস) এয়ার চিফ মার্শাল (এসিএম) মুজাহিদ আনোয়ার খান পাকিস্তান বিমান বাহিনীর পরবর্তী প্রতিরক্ষা ক্রয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো অতিরিক্ত জেএফ-১৭ থান্ডার বহুমুখী জঙ্গিবিমান ক্রয়, নতুন লিড-ইন-ফাইটার ট্রেইনার (এলআইএফটি) এবং পাকিস্তান বিমান বাহিনীর পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমান (এফজিএফএ) কর্মসূচি।

প্রথমত, পাকিস্তানী বিমান বাহিনী তাদের জেএফ-১৭ ব্লক-টু কর্মসূচি শেষ করতে যাচ্ছে, যেখানে শেষ তিনটি বিমান এ বছরের জুনেই মধ্যে হাতে পাবে তারা। দ্বিতীয়ত, পরবর্তী জেএফ-১৭ ব্লক-থ্রি কর্মসূচির জন্য বিমান বাহিনী দুটো অ্যাকটিভ ইলেক্ট্রনিক্যালি স্ক্যানড রাডারের (এইএসএ) মধ্যে একটিকে বেছে নেবে। এই দুটো হলো নানজিং রিসার্চ ইন্সটিটিউট অব ইলেকট্রনিক্স টেকনোলজির (এনআরআইইটি) কেএলজে-৭এ বা লেইহুয়া ইলেক্ট্রনিক টেকনোলজি রিসার্চ ইন্সটিটিউটের (এলইটিআরআই) এলকেএফ৬০১ই।

পাকিস্তান বিমান বাহিনী ২০২০ সালের মার্চের মধ্যে এইএসএ রাডার সজ্জিত জেএফ-১৭ বিমান বহরে যুক্ত করতে চায়।



মূল পরিকল্পনায় পাকিস্তানী বিমান বাহিনী তিনটি ধাপে (ব্লক-ওয়ান, ব্লক-টু ও ব্লক-থ্রি) ১৫০টি জেএফ-১৭ বিমান কেনার পরিকল্পনা নিয়েছিল। তবে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের (সিএএস) উৎপাদন প্রক্রিয়া চালু রাখার জন্য, পাকিস্তান বিমান বাহিনী তাদের ব্লক-টু অর্ডারের সাথে আরও ১২টি যোগ করেছিল। এখন সিএএসের সর্ব সাম্প্রতিক বিবৃতি অনুযায়ী, পাকিস্তান বিমান বাহিনী তাদের বহরে ২৬টি ডাবল সিটের জেএফ-১৭বি বিমানও যুক্ত করবে। সব মিলিয়ে পাকিস্তানের জেএফ-১৭ বিমানের সংখ্যা দাঁড়াবে ১৮৮টিতে।

২০১৭ সালের এপ্রিলে প্রথম জেএফ-১৭বি উড়ানো হয়েছিল। তবে প্রথমে এটাকে দুই সিটের প্রশিক্ষণ বিমান করার কথা ভাবা হয়নি। বরং জেএফ-১৭ ব্লক-থ্রি’র ভিত্তিও ছিল এই বিমান। এই বিমানে নতুন তিন অক্ষের ফ্লাই-বাই-ওয়্যার (এফবিডাব্লিউ) ফ্লাইট কন্ট্রোল সিস্টেম চালু করা হয় এবং একইসাথে দীর্ঘ উইংস্প্যান যুক্ত করা হয়।



তবে কিছু বিদেশী ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখেই জেএফ-১৭বি ডিজাইন করা হয়েছিল। তবে পাকিস্তানী বিমান বাহিনী পরে জেএফ-১৭বি নিজেরাও পছন্দ করে। সম্ভাবনা রয়েছে যে, পাক বিমান বাহিনী এই বিমানগুলোকে জেএফ-১৭ ব্লক-থ্রি কর্মসূচির সাথে একই সাথে সুসজ্জিত করবে। এভাবে, পাক বিমান বাহিনী ৭৬টি নতুন এইএসএ রাডার-সজ্জিত জেএফ-১৭ বিমান বহরে যুক্ত করবে এবং অন্তর্বতীকালীন জঙ্গিবিমানের পরিবর্তে আরও এ ধরনের বিমান তারা বহরে যুক্ত করতে পারে।
সূত্র : সাউথ এশিয়ান মনিটর

কোন মন্তব্য নেই