ঈদ মার্কেটের নিরাপত্তায় রংপুরে সক্রিয় র্যাব
আসন্ন ঈদুল ফিতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসাধারণের ভোগান্তি লাঘবে রংপুরের বিভিন্ন মার্কেট পরিদর্শন করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সদস্যরা।
সোমবার (৩ মে) দুপুরে পরিদর্শনে যাওয়া এ দলের নেতৃত্ব দেন র্যাব-১৩ এর অধিনায়ক মোজাম্মেল হক।
দলটি রংপুর সুপার মার্কেট, জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্স, রজনীগন্ধা মার্কেটসহ বেশকিছু মার্কেট পরিদর্শন করেন। এ সময় ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে নানা দিক নিয়ে মতবিনিময় করেন র্যাব সদস্যরা।
র্যাব-১৩ এর অধিনায়ক মোজাম্মেল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে ঈদ উৎসব যেনো নির্বিঘ্নে পালন করা যায়। কোনো কিছু নিয়ে সন্দেহ হলে আমাদের জানান। আমরা সর্বদা সজাগ রয়েছি।
এ সময় ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন- জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতির সভাপতি আবেদ আলী, উপ-কমিটির আহ্বায়ক ফারুক আহমেদ বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী ফাতেমা আক্তার, অপূর্ব সরকার ও দিলশাদ আলম প্রমুখ।
সোমবার (৩ মে) দুপুরে পরিদর্শনে যাওয়া এ দলের নেতৃত্ব দেন র্যাব-১৩ এর অধিনায়ক মোজাম্মেল হক।
দলটি রংপুর সুপার মার্কেট, জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্স, রজনীগন্ধা মার্কেটসহ বেশকিছু মার্কেট পরিদর্শন করেন। এ সময় ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে নানা দিক নিয়ে মতবিনিময় করেন র্যাব সদস্যরা।
র্যাব-১৩ এর অধিনায়ক মোজাম্মেল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে ঈদ উৎসব যেনো নির্বিঘ্নে পালন করা যায়। কোনো কিছু নিয়ে সন্দেহ হলে আমাদের জানান। আমরা সর্বদা সজাগ রয়েছি।
এ সময় ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন- জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতির সভাপতি আবেদ আলী, উপ-কমিটির আহ্বায়ক ফারুক আহমেদ বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী ফাতেমা আক্তার, অপূর্ব সরকার ও দিলশাদ আলম প্রমুখ।

কোন মন্তব্য নেই