হাতিরঝিলে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হাতিরঝিলে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু






রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল ও প্রাইভেটকার সংঘর্ষে মোহাম্মদ হাসান (২১)  নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন জয় নামে আরেকজন।

বুধবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদ হাসানের আত্মীয় শামীম জানান, গাজীপুরের জয়দেবপুর থেকে হাসান ও জয় হাতিরঝিলে ঘুরতে আসে। রাতে দ্রুতগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরপর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। সেখানে রাত ১টার দিকে হাসানের মৃত্যু হয়। 

ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান জানান, হাসানের লাশ মর্গে রয়েছে। 



কোন মন্তব্য নেই