বিয়ের আগে যে বিষয়গুলো জানা জরুরি! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিয়ের আগে যে বিষয়গুলো জানা জরুরি!



আপনাদের হয়তো অনেক দিনের সম্পর্ক। খুব ভালো করে চেনেন একে অন্যকে। তো কী মনে হচ্ছে? বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য এ-ই যথেষ্ট, নাকি আরেকটু ভাবনার রয়েছে বাকি? বিয়ে অনেক বড় একটি বিষয়। তাই এই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালোমতো ভেবে নেওয়া খবই জরুরি।

বিয়ে করার আগে যে বিষয়গুলো জানা জরুরি, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে আইডিভা ওয়েবসাইটে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।

সে কতটা প্রতিশ্রুতিবদ্ধ?

বিয়ের আগে ভালো করে খেয়াল করুন সে কতটা প্রতিশ্রুতিবদ্ধ। এই বিষয়ে কোনো দ্বিধা থাকলে বিয়ে না করাটাই ভালো।

সঙ্গীর পরিবার

বিয়ের আগে সঙ্গীর পরিবারের সঙ্গে একবার হলেও দেখা করে নিন। তাহলে বিয়ের কথা শুরুর হওয়ার আগে আপনি বুঝতে পারলেন তাঁরা কেমন ধরনের মানুষ। এতে সব কথাবার্তা মানাতে সহজ হবে।  

সঙ্গীর বন্ধু

যদি আপনি এতদিনে তাঁদের সঙ্গে দেখা না করেন, তাহলে আজই দেখা করে নিন। কারণ বিয়ের আগে সঙ্গীর বন্ধুর সঙ্গে দেখা করা খুবই জরুরি। সে আসলে কেমন মানুষ, সেটা বন্ধুদের সঙ্গে দেখা হলেই বুঝতে পারবেন।  



সঙ্গীর ভবিষ্যৎ পরিকল্পনা

বিয়ের পর সুখে থাকতে চাইলে আগে জেনে নিতে হবে সঙ্গীর ভবিষ্যৎ পরিকল্পনা কী। এতে পরবর্তীতে সে আপনাকে বা আপনি তাকে দোষারোপ করতে না পারেন, সে বিষয়টা পরিষ্কার হয়ে গেল!

আপনাকে কতটুকু সম্মান করে

প্রতিটি সম্পর্কে সম্মান থাকাটা খুবই জরুরি। তাই বিয়ের আগে ভালো করে খেয়াল করুন সে আপনাকে কতটুকু সম্মান দিচ্ছে। এই বিষয়ে ঘাটতি থাকলে সংসারে কখনোই সুখী হতে পারবেন না।

আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেয় কি না

যে বিয়ের আগে আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেয়, সে বিয়ের পরও দেবে। তাই এমন মানুষকে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলুন। আর এমনটা যদি না হয়, তাহলে ভাবুন, ভাবুন, আরো ভাবুন!

ঝগড়া কীভাবে সামলায়

ঝগড়া হওয়ার পর সে বিষয়টাকে কীভাবে সামলে নেয়, ভালো করে খেয়াল করুন। যদি দেখেন আপনার ওপর সব দোষ চাপিয়ে নিজে ভালো সাজে, তাহলে তাকে বিয়ে করাটা ঠিক হবে না। কারণ বিবাহিত জীবনেও সে এমনটাই করবে।



অর্থনৈতিক অবস্থা

বিয়ের আগে সঙ্গীর অর্থনৈতিক অবস্থার কথা ভালো করে জেনে নিন। কারণ প্রেমের সময় এটা না জানলেও চলে কিন্তু বিয়ের সময় না জানলে পরে আফসোস করতে হতে পারে।

কোন মন্তব্য নেই