অভিজ্ঞতাকেই গুরুত্ব দিচ্ছে ‘ওমেরা’
চাকরি দেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতাকেই গুরুত্ব দিচ্ছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার-২০১৯ এ অংশগ্রহণ করা এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সাড়ে তিনশ’রও বেশি সিভি সংগ্রহ করেছে। যা তাদের চাহিদার চেয়ে অনেক বেশি।
আজ শুক্রবার ক্যারিয়ার ফেয়ার এর সমাপনী দিনে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের এইচআর বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুমন সূত্রধর এর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
তিনি জানান, চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক অভিজ্ঞ শিক্ষার্থীরা আমাদের কোম্পানিতে সিভি জমা দিচ্ছেন। তবে আমরা যে ৬টি পজিশনে লোক নিব তার মধ্যে বেশিরভাগ গুলাতেই অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। অনভিজ্ঞদের জন্যও সীমিত সুযোগ রাখা হয়েছে। এছাড়া আমাদের ওয়েবসাইটে প্রকাশিত ইমেইল আইডির মাধ্যমে মেলায় অংশগ্রহণ করতে পারেননি এমন শিক্ষার্থীরাও সিভি জমা দিতে পারবেন।
উল্লেখ, দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানি ও উন্নয়ন সংস্থাসহ ১০৩ খ্যাতনামা প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হয়েছে ক্যারিয়ার ফেয়ার-২০১৯। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দুই দিনব্যাপী এই মেলা আজ বিকেল সাড়ে পাঁচটায় শেষ হবে। মেলাটির আয়োজন করেছে ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অব ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যালামনাই রিলেশন্স।
মেলায় ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তি ও সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিদের উপস্থিতিতে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয় যা সরাসরি উপভোগ করছেন মেলায় উপস্থিত শিক্ষার্থীরা। এ ছাড়াও দুই দিনব্যাপী অনুষ্ঠেয় এই মেলায় একাডেমিক পড়াশোনার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও প্রস্তুতিমূলক বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা হয়।
কোন মন্তব্য নেই