বাংলামোটরে আবাসিক ভবনে আগুন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলামোটরে আবাসিক ভবনে আগুন



রাজধানীর বাংলামোটরের কাঁঠালবাগানের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। রবিবার সাড়ে ১২ টার দিকে ভবনের ৪ ও ৫ তলায় এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।

আগুনের সূত্রপাত কোথা থেকে তা তাৎক্ষণিক-ভাবে জানা যায়নি। কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি জানান, বাংলামোটরে সময় টিভির পাশে একটি ভবনের ৪ ও ৫ তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।



বেলা ১টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন কুলিংয়ের কাজ চলছে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করবে বলে জানান লিমা খানম।

কোন মন্তব্য নেই