ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট



বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় সাময়িক বন্ধ থাকায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু পূর্ব এলাকা থেকে টাঙ্গাইলের করটিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটে কারণে চরম ভোগান্তিতে দুর পাল্লার যাত্রীরা। অতিরিক্ত গাড়ির চাপের কারণে বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা বন্ধ রাখায় এই পরিস্থিতি সৃষ্টি বলে জানায় পুলিশ।



এদিকে, ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বৈলর থেকে পাটগুদাম ব্রীজ মোড় পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের কবলে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুরসহ বিভিন্ন এলাকার মানুষ। এছাড়া, গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেশি যানবাহনের কারণে যান চলাচল চলছে ধীরগতিতে।


কোন মন্তব্য নেই