এবার ম্যাককালামের মুখে বাংলাদেশের প্রশংসা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এবার ম্যাককালামের মুখে বাংলাদেশের প্রশংসা



বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে ভবিষ্যদ্বাণী করায় বর্তমানে বেশ আলোচিত ব্রেন্ডন ম্যাককালাম। এবার কেবল শ্রীলঙ্কার বিপক্ষেই বাংলাদেশ জিতবে বলে জানিয়েছিলেন তিনি।

কিন্তু নিজেদের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতে ম্যাককালামকে ভুল প্রমাণীত করে টাইগাররা। প্রোটিয়াদের বিপক্ষে রেকর্ড জয়ের পর তার সেই ভবিষ্যদ্বাণী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। শুরুতেই নিজের ধারণা ভুল প্রমাণীত হওয়ার পর এবার বাংলাদেশের প্রশংসা করেছেন কিউই কিংবদন্তি এ ক্রিকেটার।





বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। রেকর্ড গড়ে এমন জয়ের পর অন্যদের সঙ্গে বিস্ময় প্রকাশ করেছেন ম্যাককালাম। তবে নিজের ধারণা ভুল হলেও টাইগারদের প্রশংসা করতে কার্পণ্য করেননি তিনি।

‘চমৎকার পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশের ক্রিকেট দল। আমি আশা করেছিলাম দক্ষিণ আফ্রিকা জিতবে। কিন্তু বাংলাদেশ দারুণ খেলেছে। আমার ভবিষ্যদ্বাণীকে এভাবে ভুল প্রমাণ করায় ধন্যবাদ জানাই। শেষ দল তারা হবে না, আমি মনে করি শেষ পর্যন্ত গড়পড়তা অবস্থানে থাকবে। সেটাই ঠিক হবে। সব তো জিততে পারবে না।’



কোন মন্তব্য নেই