ছয় তলা থেকে লাফিয়ে পুলিশ কর্মকর্তার মেয়ের আত্মহত্যা
রাজধানীর বনানীতে পুলিশের এক সাবেক উপকমিশনারের মেয়ে বাসার ছয় তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম ইলোনা তাকওয়া (১৮)। তার বাবা কোহিনুর মিয়া পুলিশের সাবেক উপকমিশনার।
বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তাঁর মরদেহ হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,বনানীর বাসার ছয় তলা থেকে ঈদের দিন বুধবার বিকেলে লাফিয়ে পড়েন ইলোনা। পরে তাঁকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত তদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে তাকওয়ার মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক জানান, সাবেক পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়ার মেয়ে তাকওয়া আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা সম্ভব হয়নি। তদন্ত চলছে।
কোন মন্তব্য নেই