আঙুলে চোট নিয়ে অস্বস্তিতে কোহলি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আঙুলে চোট নিয়ে অস্বস্তিতে কোহলি



বিশ্বকাপ মিশন শুরুর আগে ভারতীয়দের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিরাট কোহলির আঙুলের চোট। নেটে অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান কোহলি। মাঠে চিকিৎসা নিয়ে ফের অনুশীলনের নামেন কোহলি। ভারত ক্রিকেট দলের ফিজিও প্যাটট্রিক ফারহার্ট জানিয়েছেন চোট গুরুতর নয়। আগামী ৫ই জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কোহলিদের বিশ্বকাপ মিশন। এর আগে হাতের চোট নিয়ে কিছুটা অস্বস্তিতে কোহলি। বিশ্বকাপে প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হার দেখেছে দক্ষিন আফ্রিকা। আর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে  বাংলাদেশের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।


এবারের বিশ্বকাপে হটফেবারিট ইংল্যান্ড। আর ভারতকে ধরা হচ্ছে অন্যতম ফেবারিট দল। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে কোহলির দল। 


কোন মন্তব্য নেই