বিশ্বকাপে দ্রুততম ৫ সেঞ্চুরি
৩১ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মি. ৩৬০ ডিগ্রি। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিউটি এবি ডি ভিলিয়ার্সের এই শতকটিই এখন পর্যন্ত সবথেকে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তিনি এই বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এদিকে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ মঞ্চে দ্রুততম সেঞ্চুুরির রেকর্ডটি নিজের করে রেখেছেন আয়ারল্যান্ডেরে ক্রিকেটার কেভিন ও’ব্রায়েন। তিনি ইংলিশদের বিপক্ষে তা করে দেখিয়েছিলেন ৫০ বলে।
এবার দেখে নেয়া যাক ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে দ্রুততম ৫ সেঞ্চুরির মালিক কারা।
১. কেভিন ও’ব্রায়েন, আয়ারল্যান্ড
বল: ৫০ বল
সাল: ২০১১
প্রতিপক্ষ: ইংল্যান্ড
বাংলাদেশের মাটিতে ইংল্যান্ডকে আয়ারল্যান্ড দিয়েছিল এক লজ্জার পরাজয় স্বাদ। আইরিশদের সামনে ছিল ৩২৭ রানের বিশাল রানের পাহাড়। লক্ষ্য ৩২৭ রান।
কেভিন ও’ব্রায়েন যখন ক্রিজে এলেন তখন ১১১ রানে ৫ উইকেট হারিয়ে ঢুকছিল তারা। দৃঢ় চিত্তে দাঁড়িয়ে যান ক্রিজে। খেলেন এক টর্নোডো ইনিংস। মাত্র ৫০ বলে করেন ১০০ রান। যাতে ছিল ১৩টি চার ও ৬টি ছয়। এই ঝড়ো ইনিংসের বদৌলতে জয় দেখে তারা।
২. গ্লেন ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়া
বল: ৫১ বল
সাল: ২০১৫
প্রতিপক্ষ: শ্রীলঙ্কা
এটি ছিলো গ্লেন ম্যাক্সওয়েলের প্রথম সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরিতেই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। ৫১ বলে সেঞ্চুরি তুলে নিয়ে হয়েছেন ইতিহাস। তার এই ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির মার।
৩. এবি ডি ভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকা
বল: ৫৫ বল
সাল: ২০১৫
প্রতিপক্ষ : ওয়েস্ট ইন্ডিজ
এক ক্যামীয় ইনিংস। মাত্র ৫৫ বলে সেঞ্চুরির দেখা পান এবি ডি ভিলিয়ার্স। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের তুলো ধুনা করেন তিনি। তার ইনিংস থামে ৬৬ বলে ১৬২ রানে। স্ট্রাইক রেট ২৪৫। ১৭টি চার ও ৮টি ছয় মারার পথে মাত্র সাতটি ডট বল খেলেন ‘৩৬০ ডিগ্রি’ খ্যাত এই প্রোটিয়া ব্যাটসম্যান। দানবীয় ইনিংসে ৪০৮ রানের সংগ্রহ পেয়েছিল প্রোটিয়ারা।
৪. ম্যাথু হেইডেন, অস্ট্রেলিয়া
সাল: ২০০৭
বল: ৬৬ বল
প্রতিপক্ষ : দক্ষিণ আফ্রিকা
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কৃর্তী গড়েন অজি ওপেনার হেইডেন। ম্যাচটিতে হার বরণ করলেও ইতিহাসের ঢুকে পড়েন তিনি। ৬৬ বলে সেঞ্চুরি করেন হেইডেন আর তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩৭৭। সে ম্যাচে ভিলিয়ার্সের ৮৩ বলে ৯২ রানের দায়িত্বশীল ইনিংসে হার দেখতে হয় তাদের।
৫. জন ডেভিসন, কানাডা
বল: ৬৭
সাল: ২০০৩ সাল
বিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ
নামটা দেখে একটু আশ্চর্য হতেই হবে। অপরিচিত এই কানাডার খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৬৭ বলে ১০০ রান করেন ডেভিসন। যাতে ছিল ৬টি ছয় ও ৮ টি চারের মার। ম্যাচ হারলেও এই ইনিংস দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান জন ডেভিসন।
এছাড়াও নম্বর ৬’এ রয়েছেন ভারতীয় সাবেক অধিনায়ক কপিল দেব। তিনি ১৯৮৩ সালে জিম্বাবুয়ের সঙ্গে ৭২ বলে করেছিলে সেঞ্চুরি। এরপর ৭২ বলেই শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির দেখা পান অ্যাডাম গিলক্রিস্ট। ২০০৭ সাল বিশ্বকাপে। তালিকার ৮ নম্বরে রয়েছেন ভারতীয় সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। তিনি ২০০৭ সালে বারমুডার বিপক্ষে সেঞ্চুরি করেন ৮১ বলে। ১ বল বেশি খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেন ক্যারিবীয় লিজেন্ড ক্লাইভ লয়েড। আর তালিকার ১০ নম্বরে স্থান অজি খেলোয়াড় ব্রাড হজের। তিনিও সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ৮২ বলে। নেদারল্যান্ডের বিপক্ষে।

কোন মন্তব্য নেই