পড়ে যাচ্ছে সন্তান, মায়ের বিদ্যুৎগতির প্রতিক্রিয়া সত্যিই বিস্ময়কর (ভিডিওসহ) - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পড়ে যাচ্ছে সন্তান, মায়ের বিদ্যুৎগতির প্রতিক্রিয়া সত্যিই বিস্ময়কর (ভিডিওসহ)




মুহূর্তেই ঘটনা ঘটে গেলো। ধারণ হলো সিসি ক্যামেরায়। ব্যালকনির ফাঁকা অংশ দিয়ে বাচ্চাটার পড়ে যাওয়ার মুহূর্তে হৃদস্পন্দন থেমে যাবে যেকোনো দর্শকের। কিন্তু সঙ্গে থাকা মায়ের প্রতিক্রিয়া অবর্ণনীয়। নাড়ীছেঁড়া ধনকে বাঁচাতে মায়ের রিফ্লেক্স সত্যিকার অর্থেই অতিমানবিক ঠেকবে আপনার কাছে।

ভিডিওটি ভাইরাল হয়ে গেছে ছড়ানোর পর পরই। মা বিদ্যুৎগতিতে ধরে ফেললেন সন্তানের পা। নয়তো চার তলা থেকে পড়ে যেতো শিশুটি। কলোম্বিয়ার মেডেলিনের গত বুধবার এ ঘটনা ঘটে যায়। সেখানে দেখা যায়, ওই মা এবং শিশু এলিভেটর থেকে বের হয়ে এলেন। মা তার ফোনে কিছুটা ব্যস্ত ছিলেন। বাচ্চাটি পাশের রেলিংয়ের দিকে যাচ্ছিল। সেখানে ব্যালকনির চেহারা আনা হয়েছে। ফাঁকা অংশ আটকে দেয়ার ব্যবস্থা থাকলেও নিচের দিকে ফাঁকা ছিল। শিশুটি মায়ের সামনেই ওদিকে চলে গেলো, মেঝেতে বসে পড়ল এবং ফাঁকা দিয়ে পড়ে যাওয়ার উপক্রম হলো। বিদ্যুৎগতিতে বাচ্চার একটা পা ধরে ফেললেন মা। তারপর তাকে টেনে তুলে আনেন।

অনলাইনে শেয়ার হওয়ার পর ভিডিওটি হাজারো বার দেখা হয়ে গেছে মানুষের। অনেকেই মায়ের এমন দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন। আবার অনেকে ভবনের ওই স্থানে গার্ডিনাল না থাকার সমালোচনা করেছেন।

একজন লিখেছেন, কেবল একজন মা-ই এমনটা করতে পারেন। সাহসী নারীকে স্যালুট। আরেকজন লিখেছেন, এই মা কোনো ম্যাচের সেরা ক্যাচ ধরার পুরস্কার পেতে পারেন।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, পরে ভবন কর্তৃপক্ষ ফাঁকা অংশটিতে একটি কার্ডবোর্ড দিয়ে দিয়েছে। বাচ্চাটিকে কোনো আঘাত ছাড়াই তুলে আনা সম্ভব হয়েছে। 


ভবনের ম্যানেজার জুয়ান ফ্রাঙ্কো জানান, শিশুটার কিছুই হয়নি। সৌভাগ্যক্রমে তার কোনো আঘাত লাগেনি। এর জন্যে মায়ের সহজাত প্রবণতাকে আপনার কৃতিত্ব দিতে হবে। তিনিই জানেন কিভাবে তার সন্তানকে নিরাপত্তা দিতে হবে। সূত্র: এনডিটিভি



কোন মন্তব্য নেই