কলকাতায় শপিং করার সেরা জায়গা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কলকাতায় শপিং করার সেরা জায়গা



শপিং করতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। এই ব্যাপারে পুরুষের সামান্য অনীহা থাকলেও শপিং করা নারীর এক ভালবাসার বস্তু। এক দিকে যেমন সাজানো হরেক পোশাক, প্রয়োজনীয় জিনিস, অন্য দিকে লোভনীয় খাবার এসবের মাঝে ঘুরে ঘুরে কেনাকাটার আনন্দ অন্যরকম। শপিং এর জন্য বেশ কয়েক বছর যাবতই বাঙালির অন্যতম পছন্দের জায়গা হল কলকাতা। কলকাতার শপিং করার অন্যরকম এক আনন্দ রয়েছে। এমনকি শপিং মলের এসির হাওয়া খেয়ে চোখ কপালে ওঠা দামকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে কলকাতার সব মার্কেট। ঈদে অনেকেরই গন্তব্য হবে কলকাতা তাই এখনই জেনে নিন কলকাতার সেরা কিছু শপিং জায়গা।

নিউ মার্কেট:

কলকাতার সবচেয়ে জনপ্রিয় শপিং এর জায়গা এটি। এখানকার ওল্ড কমপ্লেক্সের চরিত্র এক রকম, নতুন কমপ্লেক্সের আরেক, আবার গোটা এসপ্ল্যানেডের ফুটপাথ জুড়ে সাজিয়ে বসা নানা পসরার চরিত্র আরেক রকম। তবে একটু দরদামের অভ্যাস থাকলে কোথায়ই আপনি হতাশ হবেন না৷ এখানেই আপনি সব কিছু পেয়ে যাবেন।

বড় বাজার:

কলকাতার এক বিশাল প্রাণকেন্দ্র যেন এটি। এখানে রোজকার পরার শাড়ি, কুর্তি থেকে শুরু করে ঝলমলে পোশাক আর বাহারি ডিজাইন আর রং এর সমারোহ পেয়ে যাবেন বড় বাজারে। এখানে শপিং করতে হলে সময় নিয়ে তবেই আসুন নয়ত হতাশ হবেন।



গড়িয়াহাট:

দোকান হোক বা ফুটপাথ, মোড়ের মাথার মশলা চা বা বেদুইনের রোল, কিনুন বা শুধুই ফুটপাথ ধরে হেঁটে বেড়ান, গড়িয়াহাটের ব্যাপারই আলাদা। এই জায়গাটায় আপনি কেবল যে শপিং আনন্দ পাবেন তা নয়। এখানকার আশে পাশে ঘুরে আপনি ভ্রমণ আনন্দটাও উপভোগ করতে পারবেন

কি কে মার্কেট: 
কলকাতার বিখ্যাত শেক্সপিয়ার সরণীর ওপর এই শপিং মল কলকাতার ফ্যাশনিস্তাদের জন্য সেরা জায়গা। ব্যাংকক, হংকং-এর লেটেস্ট ফ্যাশন পোশাক সব পেয়ে যাবেন এখানে। নিজের পকেট অনুযায়ী বার্গেনও করতে পারবেন। মূলত ব্যান্ড এর প্রতি জাদের আকর্ষণ বেশি তারা এখানে কেনাকাটায় আনন্দ পাবেন।

বর্দান মার্কেট:

কলকাতার পুরাণ ক্যামাক স্ট্রিটের ব্যস্ত রাস্তায় এই শহরের অন্যতম পুরনো শপিং মল বর্দান মার্কেট। হাল ফ্যাশনের যে কোনও পোশাক যদি সস্তায় কিনতে চান তাহলে আপনার জন্য সেরা জায়গা বর্দান মার্কেট।



দক্ষিণাপন:

কলকাতার এই জায়গায় আপনি সরকারি হ্যান্ডলুম, সুতির খদ্দর থেকে শুরু করে যে কোনও ফেব্রিক, বেতের মোড়া, বেড কভার, ট্রাইবাল গয়না প্রায় সবই পেয়ে যাবেন। দামাদামিতে একটু পাকা হতে পারলে এই জায়গায় শপিং আপনাকে লাভবান করে দেবে সহজেই।


কোন মন্তব্য নেই