ঢাকায় থাকার খরচ প্যারিসের সমান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঢাকায় থাকার খরচ প্যারিসের সমান





যুক্তরাষ্ট্রের মানবসম্পদ বিষয়ক সংস্থা 'মার্সা'র প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশ থেকে আসা ব্যক্তিদের ঢাকায় থাকার খরচ আরো বেড়েছে। দেশটির গণমাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে।

বিশ্বে প্রবাসীদের জন্য ব্যয়বহুল শহরের তালিকায় ১৯ ধাপ এগিয়ে ৪৭তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। তালিকায় ঢাকার সাথে যৌথ অবস্থানে আছে ফ্রান্সের রাজধানী প্যারিস। বুধবার ওই প্রতিবেদন প্রকাশ করে মার্সা।

এই তালিকার ১ম দশের মধ্যে আটটি শহরই এশিয়ার। টানা ২য় বারের মতো এই তালিকার ১ম এবং ২য় স্থানে রয়েছে যথাক্রমে হংকং এবং জাপানের রাজধানী টোকিও।



তালিকার শীর্ষ ১০টি শহর হলো যথাক্রমে হংকং, টোকিও, সিঙ্গাপুর, সিউল, জুরিখ, সাংহাই, আসগাবাদ, বেইজিং, নিউইয়র্ক এবং সেনঝেন।

পার্শ্ববর্তী দেশ ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর মধ্যে রয়েছে- মুম্বাই ৬৭তম, দিল্লি ১১৮তম, চেন্নাই ১৫৪তম, বেঙ্গালুরু ১৭৯তম ও কলকাতা ১৮৯তম।


কোন মন্তব্য নেই