প্রসূতির পেটে সূই-সুতা রেখেই সেলাই - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রসূতির পেটে সূই-সুতা রেখেই সেলাই







রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক প্রসূতির অস্ত্রোপচারের পর পেটে সুই রেখেই সেলাই দেয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে চিকিৎসকরা দ্রুত ওই রোগীর পেট থেকে সূচ বের করেন। 

জানা যায়, মঙ্গলবার রাতে গর্ভবতী আফরোজার প্রসববেদনা শুরু হলে বুধবার বিকেল ৩টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে ওই ওয়ার্ডে অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যাসন্তান প্রসব করানো হয়। এরপর রক্তক্ষরণ হতে থাকলে দুই ঘণ্টা পর অপারেশন থিয়েটারে নিয়ে রোগীর শরীর অবশ না করেই সেলাই দেয়া হয়। এ সময় সূই পেটের ভিতরে রেখেই সেলাই করা হয়।



আফরোজা বলেন, অপারেশনের পর আমার পেট ব্যথা করছিলো। পেটে সূইয়ের গুতা লাগছিলো। অপারেশন থিয়েটারে দুই ঘণ্টা আমাকে চিকিৎসক ও নার্সরা ফেলে রাখে। সেলাইয়ের সময় চিৎকার করলে তারা আমাকে থাপ্পর মারে। আমার চিৎকার শুনে তারা হাসাহাসি করছিলেন। আমার জরায়ুর দিকে ৪ বার কেটে সেলাই দিয়েছে। পরে তারাই বলছিলো যে সূইয়ের পাওয়া যাচ্ছে না।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারমিন সুলতানা লাকি বলেন, ‘রোগীকে সার্বক্ষণিক নজরদারীতে রাখা হয়েছে। তার পেটে সূচ রয়েছে কি না, এটি দেখার জন্য বুধবারই রোগীর স্বজনদের এক্সরে করতে বলা হয়েছিলো। তারা কালক্ষেপণ করে রোগীকে সমস্যায় ফেলেছে। আমরা এক্সরে রিপোর্টে পেটে সূচ দেখতে পাই এবং অপারেশনের ব্যবস্থা করি। এখন রোগী ভালো রয়েছে। এটি অসাবধানতা বশত হয়েছে।’

কোন মন্তব্য নেই