সেলফি তুলতে ট্রেনের মধ্যে যুবতীর অদ্ভুত কাণ্ড (ভিডিও) - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সেলফি তুলতে ট্রেনের মধ্যে যুবতীর অদ্ভুত কাণ্ড (ভিডিও)

সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা অনেকের কাছেই প্রতিদিনের কাজ। সেলফিতে নতুনত্ব আনতে নানা কৌশলও অবলম্বন করে থাকেন অনেকে। কিন্তু সম্প্রতি নিউইয়র্কের বাসিন্দা জেসিকা জর্জ নামের এক মহিলা সেলফি তুলতে গিয়ে যা করেছেন তা নিয়েই আলোচনায় মেতেছেন নেটিজেনরা।
সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেই ভিডিও এখনও পর্যন্ত দেখেছেন প্রায় ৯০ লাখ ব্যবহারকারী।
ভিডিওতে দেখা যায়, জেসিকা নামের ওই মহিলা বিভিন্ন ভঙ্গিতে মেট্রোর ভিতরেই সেলফি তুলতে। একা একাই নিজের পোজে মুগ্ধ হচ্ছেন জেসিকা। তারপর আবার নতু‌ন পোজ ট্রাই করছেন।
বহু মানুষই জেসিকার আত্মবিশ্বাস দেখে মুগ্ধ। একা একাই এমন গ্ল্যামারাস ফোটো শ্যুট করার পরে তারা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন জেসিকাকে।


কোন মন্তব্য নেই