ইউটিউবের নতুন নিয়ম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইউটিউবের নতুন নিয়ম



ভিডিওভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় সামাজিকমাধ্যম ইউটিউব তাদের অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য ভেরিফাইড ব্যাজ তুলে নেয়ার ঘোষণা দেয়ায় অনেকেই হতাশ হয়েছেন। তবে ভেরিফিকেশনের ক্ষেত্রে নতুন কিছু নিয়ম তৈরি করেছে ইউটিউব।

এতে আগের যাচাইকৃত অনেক অ্যাকাউন্টের ‘ভেরিফাইড’ ব্যাজ বাদ পড়েছে। বিষয়টির জন্য ক্ষমা চেয়েছেন ইউটিউবপ্রধান সুজান ওজসিকি।

এক বিবৃতিতে সুজান বলেন, যাচাইকরণ প্রক্রিয়ায় নতুন কিছু মাত্রা সংযোজনের জন্য অনেকেই মানসিকভাবে আঘাত পেয়েছেন এবং হতাশ হয়েছেন। সে জন্য আমি খুবই দুঃখিত।

তিনি বলেন, আমরা যখন এর মানোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছিলাম তখন বিষয়টি আমাদের দৃষ্টির অগোচরে থেকে গেছে। ব্যাজ তুলে দেয়া হলেও নতুন নিয়মগুলো খুব শিগগিরই আমরা আপডেট দেবো।


1 টি মন্তব্য: