ভুল করে মার্কিন ড্রোন হামলা, নিহত ৩০ আফগান কৃষক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভুল করে মার্কিন ড্রোন হামলা, নিহত ৩০ আফগান কৃষক





আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় অন্তত ৩০ আফগান কৃষক নিহত হয়েছে। আলজাজিরা জানায়, বুধবার( ১৮ সেপ্টেম্বর) রাতে নানগরহার প্রদেশেr ওয়াজির টাঙ্গি এলাকায় এই ড্রোন হামলা চালায় মার্কিন সেনারা। 

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তার বরাতে আলজাজিরা জানায়, ড্রোন হামলার সময় ফসলের জমিতে কাজ করছিলেন কৃষকরা। ভুল করে তাদের ওপর চালানো হামলায় ঘটনাস্থলেই ৩০ জন আফগান নিহত হন। এদিকে জঙ্গিদের গোপন আস্তানা ধংসের জন্য হামলা চালানো হয় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

এছাড়া বৃহস্পতিবার( ১৯ সেপটেম্বর)  সকালে জাবুল প্রদেশে একটি হাসপাতালে আত্মঘাতী হামলায় ২০ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৯০ জন। এ হামলার দায় স্বীকার করেছে তালেবান। 

কোন মন্তব্য নেই