মোটরসাইকেল চালককে উটের লাথি (ভিডিও) - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মোটরসাইকেল চালককে উটের লাথি (ভিডিও)






রাস্তার উল্টোপাশ দিয়ে ওভারটেক করায় এক মোটরসাইকেল চালককে শাস্তি দিল উট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। 

ইন্ডিয়া টাইমস জানাচ্ছে, একদল উট রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় এক মোটরসাইকেল চালক তাদের ওভারটেক করে যাওয়ার চেষ্টা করে। এ সময় উটের সারির সর্বশেষ উটটিকে অতিক্রম করতে গেলেই আচমকাই মোটরসাইকেল চালককে সজোরে লাথি মারে সে। লাথি খেয়ে হকচকিয়ে যান মোটরসাইকেল চালক। লাথি মারার পর উটগুলোর মুখভঙ্গিও ছিল দেখার মতো।

ভিডিওটি ধারণের সময় বা স্থান কিছুই অবশ্য জানা যায়নি। তবে কেউ বলছেন, এটি ভারতের লাদাখ; আবার কেউ বলছেন মঙ্গোলিয়া। 



উটের লাথিতে মোটরসাইকেল বা চালকের কোনো ক্ষতি হয়নি। তবে ভিডিওটি সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই ভিডিওটি দেখছেন ও শেয়ার করে মজা নিচ্ছেন সবার সাথে।



কোন মন্তব্য নেই