‘ডুবোচরের কারণে’ পদ্মায় লঞ্চ-ফেরি সংঘর্ষ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘ডুবোচরের কারণে’ পদ্মায় লঞ্চ-ফেরি সংঘর্ষ





কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটের পদ্মায় যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ফেরির সংঘর্ষে লঞ্চের পাঁচ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে ডুবোচরের কারণে এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।

ঘাট সূত্রে জানা গেছে, শিমুলিয়া থেকে রাতে যাত্রীবাহী এমভি হাজী শরীয়তউল্লাহ নেভিগেশন লঞ্চটি দেড় শতাধিক যাত্রী নিয়ে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে আসছিল। নৌ-রুটের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেল অতিক্রমের সময় শিমুলিয়াগামী একটি ফেরির সঙ্গে লঞ্চের সংঘর্ষ হয়।



এ সময় লঞ্চের কমপক্ষে পাঁচ যাত্রী পড়ে গিয়ে মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। তবে আহতরা আশংকামুক্ত।

ডুবোচর এড়িয়ে চলতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দাবি বরেন বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন।

তিনি বলেন, কাঁঠালবাড়ী আসার সময় ফেরির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লঞ্চের পেছনের দিকের সঙ্গে ফেরির ধাক্কা লেগেছিল। তবে মারাত্মক কিছু হয়নি বলে জানান তিনি।


কোন মন্তব্য নেই