ইংলিশ মিডিয়াম গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব ৮ নভেম্বর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইংলিশ মিডিয়াম গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব ৮ নভেম্বর



১ নভেম্বরের পরিবর্তে অষ্টম ইংলিশ মিডিয়াম গণিত অলিম্পিয়াড-২০১৯ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৮ নভেম্বর শুক্রবার। অনিবার্য কারণে ইংলিশ মিডিয়াম গণিত অলিম্পিয়াডের আয়োজক ‘একাডেমিয়া’ তারিখ পরিবর্তন করেছে। 

স্কুলটি জানিয়েছে, ৮ নভেম্বর শুক্রবার সকাল ১০ থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। রাজধানীর বাড্ডার মাদানি এভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

ঐ দিনই একই স্থানে বিকেল সাড়ে তিনটায় চূড়ান্ত পর্বে বিজয়ীদের এ্যাওয়ার্ড দেবে ইংলিশ মিডিয়াম গণিত অলিম্পিয়াডের আয়োজকরা। এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। 

ইতিমধ্যেই ইংলিশ মিডিয়াম গণিত অলিম্পিয়াড-২০১৯ এর প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত ১২ই অক্টোবর ঢাকার ৮টি স্থান ছাড়াও চট্টগ্রাম ও ময়মনসিংহে একযোগে প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। প্রাথমিক বাছাই পর্বে দেশের শতাধিক ইংরেজি মাধ্যম স্কুলের প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রাথমিক বাছাই পরীক্ষা থেকে চূড়ান্ত পর্বে উত্তীর্ণদের তালিকা ইতিমধ্যেই ‘একাডেমিয়া’র ওয়েবসাইট ও স্ব স্ব স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয়েছে। 

গত আট বছর ধরে শিক্ষার্থীদের গণিত শিক্ষায় আরো মনোযোগী করতে দেশের অন্যতম ইংরেজি মাধ্যম স্কুল একাডেমিয়া গণিত অলিম্পিয়াড আয়োজন করে আসছে। গত দুই বছর ধরে ইংলিশ মিডিয়াম গণিত অলিম্পিয়াডের স্পন্সর করে আসছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। 

গত বছরের মতো এবারও ইংলিশ মিডিয়াম গণিত অলিম্পিয়াডের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সময় টিভি, বাংলা ট্রিবিউন ও রেডিও টুডে। এছাড়া এবারও ইংলিশ মিডিয়াম গণিত অলিম্পিয়াডের ইয়ুথ এ্যানগেজমেন্ট পার্টনার হিসেবে আছে দি ডেইলি স্টার। 

কোন মন্তব্য নেই