সবুজবাগে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সবুজবাগে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার



রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে রেহেনা খাতুন (২৩) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সবুজবাগের দক্ষিণগাঁওয়ের এক নম্বর রোডে ভাড়া বাসার বাথরুমে তার মরদেহ পাওয়া যায়। তিনি বেসরকারী একটি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়তেন।

পুলিশ জানায়, দক্ষিণগাঁওয়ের ৪/৭ নম্বর বাড়ির পঞ্চমতলার একটি কক্ষে একাই থাকতেন রেহেনা। সোমবার সকালে ওই বাসার বাথরুমের ঝরনার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়।

সবুজবাগ থানার উপপরিদর্শক মোফাজ্জল হোসেন জানান, স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে কয়েক বছর আগে রেহেনা তার বাবাকে হারান। এরপর মা অন্যত্র বিয়ে করেন। বিষয়টি তিনি মেনে নিতে না পারায় মায়ের সঙ্গে ঝামেলা চলছিল। এর জেরে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্ত ও পুলিশের তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

কোন মন্তব্য নেই