আক্রমণ লেপার্ডের, খুদে ভাইকে বাঁচাতে ওপরে শুয়ে পড়ল এগারোর দিদি! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আক্রমণ লেপার্ডের, খুদে ভাইকে বাঁচাতে ওপরে শুয়ে পড়ল এগারোর দিদি!







দিদি-ভাই বা দাদা-বোনের মতো সম্পর্ক আর ক'টা আছে দুনিয়ায়? কত উদাহরণ প্রতিদিন যে তৈরি হয় এই গভীর সম্পর্ককে নিয়ে, তার ইয়ত্তা নেই। তবে উত্তরাখণ্ডের এগারো বছর বয়সী রাখি নিজের চার বছর বয়সী ভাইয়ের জন্যে যা করল, তা চমকে যাওয়ার মতো।

গত ৪ অক্টোবর বিকেলে নিজেদের চাষের জমি থেকে দেবকুণ্ডাই গ্রামে বাড়ি ফিরছিল রাখি ও তার ভাই রাঘবকে নিয়ে বাড়ি ফিরছিল। সেসময় হঠাতই হামলা চালায় এক লেপার্ড। সেই হামলার লক্ষ্যই ছিল ছোট্ট রাঘব। কিন্তু তাকে আক্রমণের শেষ মুহূর্তেই রুখে দাঁড়ায় রাখি। রাঘবকে সে শুইয়ে দিয়ে তার ওপর নিজে শুয়ে পড়ে। পুরো ঘিরে রাখে ভাইকে। সেসময় রাখিকেই আক্রমণ শানায় লেপার্ডটি।

মাথায় ও হাতে গুরুতর ক্ষত তৈরি হয় তার। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভরতি করা হলেও পরে প্রশাসনের হস্তক্ষেপে তাকে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে সে।

জেলাশাসক ধীরজ সিং জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্য সরকার রাখির এই অকুতোভয় কাণ্ডের কথা জানতে পেরে সাহসিকতা পুরস্কারের জন্যে কেন্দ্রীয় সরকারের কাছে তাঁর নাম প্রস্তাব করেছে।

স্থানীয় বিধায়ক সতপাল মহারাজ নিজের বেতন থেকে ১ লক্ষ টাকা রাখির পরিবারকে চিকিৎসার খরচ বাবদ দিয়েছেন। দিকেদিকে সকলেই এখন রাখির তারিফ করছেন, কিন্তু পরিবারের মানুষগুলোর এখন একটাই চাওয়া, তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরুক তাঁদের ঘরের মেয়ে।


কোন মন্তব্য নেই