সৌদি মানুষ হত্যা বন্ধ করলে আলোচনায় বসবে ইরান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সৌদি মানুষ হত্যা বন্ধ করলে আলোচনায় বসবে ইরান







সৌদি আরব নিরপরাধ মানুষের রক্ত ঝরানো বন্ধ করে আঞ্চলিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করতে চাইলে তেহরান সে আহ্বানে সাড়া দেবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ইরানের সঙ্গে সৌদির সম্ভাব্য আলোচনায় মধ্যস্থতা করতে ইরাক ও পাকিস্তানের প্রতি যে আহ্বান জানিয়েছেন সে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

জারিফ বলেন, আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠার স্বার্থে তেহরান প্রতিবেশী দেশগুলোকে সহযোগিতা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সৌদি আরব যখন ইরানের সঙ্গে সংলাপের আগ্রহ প্রকাশ করেছে তখন তাকে ‘মানুষ হত্যা’ বাদ দিয়ে আঞ্চলিক বিষয়াদি নিয়ে আলোচনা করার মানসিকতা পোষণ করতে হবে। সেক্ষেত্রে রিয়াদ তেহরানকে তার পাশে পাবে।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে পরস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা করা ইরানের ঘোষিত নীতি এবং এই নীতির ভিত্তিতে প্রেসিডেন্ট হাসান রুহানি সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ‘হরমুজ শান্তি’ পরিকল্পনা উত্থাপন করেছেন এবং ‘আশার জোট’ গঠনের প্রস্তাব দিয়েছেন।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইম জানায়, সৌদি আরবের তেল স্থাপনায় ইয়েমেনের সাম্প্রতিক ড্রোন হামলার পর ইরাকি ও পাকিস্তানি কর্মকর্তারা বলেছেন, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন এবং এ কাজে বাগদাদ ও ইসলামাবাদকে মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছেন।


কোন মন্তব্য নেই