বায়তুল মোকাররমের সামনে অবস্থান নিয়েছে হেফাজত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বায়তুল মোকাররমের সামনে অবস্থান নিয়েছে হেফাজত







'সংশ্লিষ্ট এলাকায় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে'


ভোলায় জনতা-পুলিশ সংঘর্ষের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। ফেসবুক মেসেঞ্জারে ইসলাম ধর্ম ও মহানবী (সা)-কে নিয়ে কটূক্তিকে কেন্দ্র করে সৃষ্ট ওই সংঘর্ষে ৪ জন নিহত হয়েছিলেন।



পূর্বঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ অক্টোবর) হেফাজত নেতা-কর্মীরা বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন তোপখানা রোডে অবস্থান নেন।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক ঢাকা ট্রিবিউনকে বলেন, “সংশ্লিষ্ট এলাকায় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।”

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এক যুবকের শাস্তির দাবিতে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রবিবার পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত এবং প্রায় ২০০ জন আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বিপ্লব চন্দ্র শুভ (২৫) নামের এক যুবকের ফেসবুক আইডি হ্যাক করে আল্লাহ ও মহানবীকে কটূক্তি করে বিভিন্নজনের কাছে পাঠানো মেসেজকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়।


কোন মন্তব্য নেই