ইনস্টাগ্রাম পোস্টেই 'ধনী' রোনালদো! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইনস্টাগ্রাম পোস্টেই 'ধনী' রোনালদো!







এবারের ফিফা বর্ষসেরার ট্রফি পাননি বর্তমান ফুটবল জগতের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।। ব্যালন ডি’‌ওর পাবেন?‌ রোনালদো বললেন, ‘‌ব্যক্তিগত পুরস্কারে আমার কোন মোহ নেই। আমার লক্ষ্য দলের হয়ে ট্রফি জেতা। দলগত ট্রফি জিতলেই ব্যক্তিগত পুরস্কার জেতার কাছাকাছি আসা যাবে। সোনার বল আমার কাছে দ্বিতীয় স্থানে।’‌

এর মধ্যেই এক সমীক্ষায় জানা গেছে, ফুটবল থেকে যে টাকা উপার্জন করেন, তার থেকেও রোনালদোর অনেক বেশি আয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। গত বছর ইনস্টাগ্রামে বিভিন্ন পোস্ট থেকে ৪৭.‌৮ মিলিয়ন ডলার (‌প্রায় ৩৩৯ কোটি টাকা)‌ আয় করেছেন রোনালদো, যা জুভেন্টাস থেকে পাওয়া বেতনের থেকে ১৪.‌৭ মিলিয়ন ডলার বেশি। বিজ্ঞাপনের পোস্ট পিছু তিনি পান ৯ লক্ষ ৭৫ হাজার ডলার (‌৬ কোটি ৯১ লক্ষ টাকা)‌।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন


কোন মন্তব্য নেই