ফেরি পারাপারের অপেক্ষায় ছয় শতাধিক যানবাহন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফেরি পারাপারের অপেক্ষায় ছয় শতাধিক যানবাহন



পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথের দৌলতদিয়া প্রান্তের ছয়টির মধ্যে তিনটি ঘাটই নদীগর্ভে বিলীন হয়েছে। এতে ফেরিতে লোড-আনলোডের জন্য পন্টুন সংকট দেখা দিয়েছে। কমে গেছে ফেরির ট্রিপ সংখ্যা। উভয় ঘাটে আটকা পড়েছে ছয় শতাধিক গাড়ি।  
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী প্রকৌশলী মকবুল হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথের দৌলতদিয়া প্রান্তের ফেরিঘাট এলাকায় ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে।
গেল বৃহস্পতিবার তিন নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন রোধে নদীর পাড়ে ফেলা জিও ব্যাগসহ বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। তিন নম্বর ফেরি ঘাটটি বন্ধ রাখা হয়েছে। এ ঘাটটি সচল করতে কাজ চলছে।
এছাড়া, গেল দুই অক্টোবর থেকে এক ও দুই নম্বর ফেরিঘাট ও আশপাশের এলাকা নদীতে চলে যাওয়ার পর থেকেই ওই ঘাট দুটি বন্ধ রয়েছে। ফলে দৌলতদিয়ার ছয়টি ঘাটের মধ্যে তিনটি ঘাট দিয়ে সীমিত আকারে ফেরি লোড-আনলোড করছে। এভাবে নদী ভাঙন অব্যাহত থাকলে দৌলতদিয়ায় ঘাট রাখা কঠিন হয়ে পড়বে বলে জানান তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান আরটিভি অনলাইনকে জানান, নদী ভাঙনের কারণে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া প্রান্তের ছয়টি ঘাটের মধ্যে তিনটি ঘাট চালু রয়েছে। এ অবস্থায় ফেরি লোড-আনলোডের জন্য পন্টুন সংকট দেখা দিয়েছে। ফলে ১৬টি ফেরির মধ্যে পাঁচটি ফেরি ঘাটেই নোঙর করে রাখা হয়েছে। ঘাট সংকট কেটে গেলে বিদ্যমান সমস্যা থাকবে না।
যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে, যাত্রীবাহী গাড়িগুলি অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। আটকা পড়ে যাচ্ছে পণ্যবাহী ট্রাকগুলো।

কোন মন্তব্য নেই