জাপানে বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জাপানে বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু



জাপানে টানা বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। শক্তিশালী ঘূর্ণিঝড় হাগিবিস আঘাত হানার দুই সপ্তাহ পর ফের জাপানে এই প্রাকৃতিক বিপর্যয় আঘাত হানলো।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে,বন্যা ও ভূমিধসে এখনো তিনজন নিখোঁজ রয়েছে।

শুক্রবার ভারী বৃষ্টিপাতে পূর্ব ও উত্তরপূর্বাঞ্চলীয় চিবা ও ফুকুশিমার জলমগ্ন এলাকায় ভূমিধস হয়েছে। কিছু কিছু এলাকায় আধাবেলার বৃষ্টি এসব এলাকার মাসিক গড় বৃষ্টিপাতকে ছাড়িয়ে গেছে। চিবার উশিকু শহরেই ১২ ঘণ্টায় ২৮৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত মাসে দুটি টাইফুন আঘাত হানা উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে।

শনিবার ঘূর্ণিঝড়টি জাপান উপকূল থেকে সরে গেলেও কয়েক হাজার বাসিন্দা এখনো আশ্রয় কেন্দ্রে রয়ে গেছেন। এখনো কিছু বাস ও ট্রেন সেবা বন্ধ রয়েছে।

এনএইচকে জানিয়েছে, এখনো কিছু সড়ক বন্ধ রয়েছে। চিবার কামোগাওয়া শহরের প্রায় চার হাজার ৭০০ বাড়িতে এখনো পানি সরবরাহ বন্ধ রয়েছে।

কোন মন্তব্য নেই