সুখ সয় না নেইমারের কপালে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সুখ সয় না নেইমারের কপালে



সুখ বেশিদিন কপালে সয় না ব্রাজিল সুপারস্টার নেইমারের। নাইজেরিয়ার বিপক্ষে সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

কিছুদিন আগেই পায়ের ইনজুরির সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর সুস্থ হয়ে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে দারুণ ছন্দে ছিলেন নেইমার।

রোববার (১৩ অক্টোবর) সিঙ্গাপুরে প্রীতি ম্যাচে ব্রাজিলকে ১-১ গোলে আটকে দিয়েছে আফ্রিকার আরেক দল নাইজেরিয়া। গত জুলাইয়ে ঘরের মাঠে কোপা আমেরিকা জয়ের পর হঠাৎ যেন খেই হারিয়ে ফেলেছে ব্রাজিল।

টানা চার ম্যাচে জয়হীন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তিনদিন আগে সেনেগালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। সেই হতাশা টাটকা থাকতেই আবার হোঁচট খেল তিতের দল।

কোন মন্তব্য নেই