লালমাটিয়ায় আগুন, পুড়ে মরল ৫শ’ কবুতর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লালমাটিয়ায় আগুন, পুড়ে মরল ৫শ’ কবুতর



রাজধানীর লালমাটিয়ার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুনে পুড়ে মারা গেছে প্রায় ৫শ’টি কবুতর।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৩টা ২৫ মিনিটে লালমাটিয়ার ডি ব্লকের ৬/৪ নম্বর বাড়ির ছাদে এ আগুনের সূত্রপাত হয়। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। 

বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সদর দফতর।

ওই ভবনের ৬তলার ছাদে অবস্থিত কবুতরের ঘর থেকে আগুন লাগে। এতে আগুন পুড়ে মারা গেছে ৫শ কবুতর। 

এ ঘটনায় আর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই