হাসতে নেই মানা
* জোকস-১
পুরো পরিবার একসাথে ‘শোলে’ সিনেমা দেখার পর ডিনারের সময় খাবার টেবিলে স্বামী খুব আহ্লাদি গলায় স্ত্রীকে বলল, ‘নাচ বাসন্তি নাচ’।
তখন তাদের ছোট ছেলে চিৎকার করে বলল, ‘ইয়ে কুত্তে কি সামনে মাত নাচনা বাসন্তি’।
* জোকস-২
এক পাগল এক চাইনিজকে জিজ্ঞেস করছে-
পাগল: তুমি কি আমেরিকান?
চাইনিজ: না, আমি চাইনিজ।
পাগল: তুমি আমেরিকান না?
চাইনিজ: না, আমি চাইনিজ।
পাগল: মিথ্যা বলছো, তুমি অবশ্যই আমেরিকান।
চাইনিজ: হ্যাঁ, বাবা। আমি আমেরিকান। খুশি?
পাগল: চেহারা দেখে তো মনে হয় তুমি চাইনিজ।
* জোকস-৩
বনিবনা না হওয়ায় স্বামীকে তালাক দিলো স্ত্রী। একদিন স্ত্রী পথের পাশে একটি পুরোনো প্রদীপ পেয়ে হাতে নিয়ে ঘঁষা দিতেই বিশাল এক দৈত্য বেরিয়ে এলো।
সে বলল, ‘মালকিন, আমি আপনার তিনটি ইচ্ছা পূরণ করব।
তবে আপনি যা চাইবেন, আপনি যাকে ঘৃণা করেন; সে তার দ্বিগুণ পাবে।’ মহিলা তার তিনটি ইচ্ছার কথা জানাল।
তার শেষ ইচ্ছাটি ছিল- ‘আমাকে ভয় দেখিয়ে আধমরা করে দিন।’

কোন মন্তব্য নেই