চীনের অস্ত্র প্রদর্শনের জবাবে যুক্তরাষ্ট্র দেখালো আধুনিক মিসাইল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চীনের অস্ত্র প্রদর্শনের জবাবে যুক্তরাষ্ট্র দেখালো আধুনিক মিসাইল







৭০তম বার্ষিকী উপলক্ষে ব্যাপক সামরিক অস্ত্রের প্রদর্শন করে চীন। গত ১ অক্টোবর চীন তাদের পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম এক বিশাল কুচকাওয়াজে প্রদর্শন করে। এর জবাবে যুক্তরাষ্ট্রও প্রশান্ত মহাসাগরে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে পরীক্ষা চালায়। খবর সিএনএন।

প্রশান্ত মহাসাগরের গুয়ামের জলসীমায় ইউএসএস গ্যাব্রিলি গিফোর্ডস নামক যুদ্ধজাহাজ থেকে নেভাল স্ট্রাইক মিসাইল (এনএসএম) ছুঁড়ে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এ পরীক্ষাকে চীনের অস্ত্র প্রদর্শনের জবাব বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের এই নেভাল স্ট্রাইক মিসাইল সমুদ্রে জাহাজ ধ্বংস করতে অত্যন্ত কার্যকরী। বিশ্বের যে কোনো রাডার ফাঁকি দিয়ে ও শত্রুপক্ষের প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এনএসএম ছুটে চলার সময় গতিপথও পরিবর্তন করতে পারে। এই মিসাইল সমুদ্রে ১০০ নটিক্যাল মাইল দূরের লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম।

গ্যাব্রিলি গিলফোর্ডই হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রথম যুদ্ধজাহাজ যাতে নেভাল স্ট্রাইক মিসাইল থাকবে। এছাড়া এই যুদ্ধজাহাজটিকে আরও অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধজাহাজ মোতায়েনের ফলে প্রশান্ত মহাসাগরে চীনের আধিপত্যে লাগাম টানবে যুক্তরাষ্ট্র। বর্তমানে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতি একটি মিসাইলের বিপরীতে চীনের তিনটি মিসাইল রয়েছে। ইতিমধ্যে চীন এ অঞ্চলে সামরিক শক্তি ব্যাপক বৃদ্ধি করেছে। নেভাল স্ট্রাইক মিসাইল নিয়ে যুদ্ধজাহাজ গিলফোর্ড মোতায়েনে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক কৌশলগত অবস্থানে চীনকে টেক্কা দিতে পারবে বলে ধারণা বিশেষজ্ঞদের।


কোন মন্তব্য নেই