অভিনয়ে সস্ত্রীক ওয়াসিম আকরাম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অভিনয়ে সস্ত্রীক ওয়াসিম আকরাম



সিনে দুনিয়ায় পা রাখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম। তবে একা নন; স্ত্রীকেও সঙ্গে নিয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। 

জানা গেছে, অভিনয়ে সম্মতি জানিয়ে চুক্তি সই করেছেন ওয়াসিম আকরাম ও তার স্ত্রী শানিয়েরা। রুপালি পর্দায় প্রথমবার একসঙ্গে জুটি হিসেবে দেখা যাবে ওয়াসিম-শানিয়েরাকে। 

কমেডি ঘরানার সিনেমার নাম 'মানি ব্যাক গ্যারান্টি'। এটি পরিচালনা করবেন ফয়জল কুরেশি। তিনি দীর্ঘদিন বিজ্ঞাপন জগতে কাজ করলেও এ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে হাতেখড়ি হতে চলেছে। ফয়জলের সঙ্গে আকরাম খানের আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে। অতীতে তার বানানো একাধিক টিভি বিজ্ঞাপনে আকরামকে দেখা গেছে। 

এদিকে ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে ফাওয়াদ খানকে। আছেন অভিনেতা মিকাল জুলফিকারও। সামনের নভেম্বরেই শুটিং শুরু হওয়ার কথা। মাহিরা খানকেও এ ছবিতে রাখতে চাইছেন পরিচালক। যদিও বিষয়টি চূড়ান্ত হয়নি।

কোন মন্তব্য নেই